আমাদের কথা খুঁজে নিন

   

আ ব্লাস্ট ফ্রম দ্যা পাস্টঃ অন্তর্জালের বেশ কিছু জনপ্রিয় সাইট - তখন এবং এখন

আমি একজন নিরাপদ ব্লগার প্রতিদিন অন্তর্জালে তো আমরা কতই না ওয়েবসাইটে ঢুঁ মারি! তার মধ্যে অবশ্য বেশকিছু প্রিয় ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা বেশিরভাগ সময় কাটাই। কখনও ভেবে দেখেছেন কি আগে এই সাইটগুলো দেখতে কেমন ছিলো? চলুন আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি অতীত থেকে! প্রথমেই আমাদের সবার নিত্যদিনের সঙ্গী ফেসবুক, যেমন ছিলো ২০০৪ সালে- আর এখন যেমন- যাকে ছাড়া আমাদের ইন্টারনেটে এক মুহুর্তও চলে না, সেই গুগল দেখুন কেমন ছিলো ১৯৯৮ সালে- আর এখন যেমন- তখনকার টুইটার, ২০০৬ সালে- এখনকার টুইটার- তখনকার ইউটিউব, ২০০৫ সালে- এখনকার ইউটিউব- ফটোগ্রাফারদের সবচেয়ে পছন্দের ফটো শেয়ারিং সাইট, ফ্লিকার, ২০০৪ সালে- আর সেই ফ্লিকার এখন- তখনকার ইয়াহু, ১৯৯৪ সালে- এখনকার ইয়াহু- তখনকার লিঙ্কডইন, ২০০৩ সালে- এখনকার লিঙ্কডইন- তখনকার মাইস্পেস, ২০০৩ সালে- এখনকার মাইস্পেস- এবং সবশেষে, অনলাইন কেনাবেচার সবচেয়ে জনপ্রিয় সাইট ই'বে, ১৯৯৭ সালে যার নাম ছিলো অকশন ওয়েব- আর সেই অকশন ওয়েব ই'বে-তে রুপান্তর হওয়ার পর এখন- দেখলেন তো আজ থেকে ৫-১০ বছর আগে আপনার পছন্দের সাইটগুলো কেমন ছিলো। আর আজকে যেমন দেখছেন, নিশ্চিত থাকুন আজ থেকে ৫ বছর পরে পুরোপুরি ভিন্ন আউটলুকে দেখতে পাবেন এগুলোকে! কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।