আমাদের কথা খুঁজে নিন

   

কী করি আমি কী করি

আমি জানি আমি কি

আজ তিন মাস হলো আমি একটি টেলিকম কোম্পানীতে চাকুরী করছি। কিন্তু সমস্যা হলো এই কাজে প্রচুর দৌড়াদৌড়ি। মানে আজ চট্টগ্রাম তো কাল সিলেট। রোদে পুড়ে শেষ। বেসিক বেশি না।

কিন্তু মাস শেষে টি/এ, ডি/এ মিলে ভালোই পাই। সম্প্রতি ঢাবি তে ইভেনিং এমবিএ তে ম্যানেজম্যান্ট-এ ভর্তি হয়েছি। কিন্তু কথা হলো চাকুরী করতে গেলে ক্লাস মিস হতে পারে। কোম্পানী অবশ্য বলেছে যে আমার প্ল্যান তারা আমার ক্লাসের কথা মাথায় রেখেই করবে। কিন্তু তাদের কথার বিশ্বাস কী।

ইন্ডিয়ান কোম্পানী না! আমি খুব চাচ্ছি চাকুরীটা ছেড়ে দেই, কিন্তু বাসা থেকে বলছে নতুন একটা চাকুরী পেয়ে এটা ছাড়তে। সমস্যা হলো, কাজের সময় চাকুরী খোজার সময় পাই না। ভাবলাম, সামু তে অনেক বিজ্ঞ আছেন যারা কিছু হলেও সু-পরামর্শ দিতে পারবেন। কী করা যায় বলবেন কী? ওহ হো, আমার লেখা তো আবার প্রথম পাতায় যায় না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।