আমাদের কথা খুঁজে নিন

   

সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ



আমরা যারা চাকুরীজীবি তাদেরকে নানা কাজে ব্যস্ত থাকতে হয়, তাই বেশিরভাগ সময় ব্লগের লেখাগুলো পড়া হয় না। তাছাড়া স্রোতের মত ব্লগে লেখা আসতে থাকে। এতে আধা ঘন্টা সময়ের ব্যবধানে লেখাগুলো ৩ /৪ পৃষ্টায় চলে যায়। তাই এমন কোন ব্যবস্থা করা যায় কিনা যে ক্লিক করলে দিন, সপ্তাহ, মাস চলে আসবে। দিন অনুযায় পেজ আলাদা থাকবে।

এতে আমার মনে হয় যারা ব্লগে লেখাগুলো কোন কারণে পড়তে পারে নাই তারা পরে নিতে পারবে। ট্যুরে গেলেতো উক্ত সপ্তাহ পড়তেই পারি না,,, তাছাড়া ব্লগে লেখার মান উন্নয়ন নিয়ে আমাদের সম্মানীয় ব্লগারগন আগে কিছু লেখা লিখেছেন। আমি লক্ষ্য করেছি মানসম্মত লেখাগুলোতে মন্তব্য কম পড়ে। কিন্তু কিছু পোস্ট আছে যা তেমন মানসম্মত নয় কিন্তু মন্তব্য পড়ছে প্রচুর। ফলে যারা মানসম্মত লেখা লেখেন তারা ব্লগে লিখতে আগ্রহ হারিয়ে ফেলেন।

,,এবিষয়ে সামুর নজর দেয়া উচিত বলে আমি মনে করি। আমার এক পরিচিত ব্লগার তিনি আগে সামুতে লিখতো এখন আর সে সামুতে আসে না,,সে এখন প্রথম আলো ও মুক্তমনা ব্লগে বিচরণ করে,,,,তার মতে সামুতে স্রোতের মত লেখা আসে ঠিকই কিন্তু বেশির ভাগ লেখাতেই সার বলতে কিছু নেই। তবে আমি মনে করি সামুতে বৈচিত্র আছে,,,,তবে একটু উদ্যোগ নিলে আরো ভাল কিছু করা যাবে। আপনারা এ বিষয়ে কি বলেন??? যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন এবং যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.