আমাদের কথা খুঁজে নিন

   

রাশেদ সবার বন্ধু



রাশেদকে যখন রাজাকার গুলি করে মারছিল মৃত্যুর আগে রাশেদ কেবলই অনুরোধ করছিল তার দু'টি চোথ যেন খুলে দেয়া হয় । যেন মৃত্যৃর আগে তার প্রিয় জস্ন্মভূমিকে একবার মনভরে দেখতে পারে। ঘাতকের গুলি বিদীর্ণ করেছিল রাশেদের বুক। রাশেদের মৃত্যুর সঙ্গে সঙ্গে আমাদের বৃকের বালিহাসও মারা গেলো আর উড়ে গেল আকাশের দিকে। রাশেদ সবার বন্ধু।

রাশেদ আমাদের শিখিয়েছে মৃত্যুই মানুষের শেষ কথা নয়। মৃত্যুর পর যা থাকে তা অগ্নিসমৃদ্ধ চেতনা। রাশেদ মরেনি। সে বেঁচে ছিল ইবু (অর্থাত আমাদের)'র স্মৃতিতে,চেতনায়। বাংলাদেশের পতাকা ও মানচিত্রে।

‌‌‌'আমার বন্ধু রাশেদ ' ছবিটি দেখুন। ধনবাদ এর পরিচালক মোর্শেদুল ইসলামকে। ধন্যবাদ সকল কলাকুশলীকে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।