আমাদের কথা খুঁজে নিন

   

মনটা যদি ভাল না থাকে

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই

মনটা যদি ভাল না থাকে মাইজভাণ্ডারী গান শোনো, অথবা পপ, দোতরা - যেটা খুশি, নিরবতায় জমে যেও না, মরে যেও না। বাস কাউন্টারে গিয়ে বলো না, আমি নিরুদ্দেশে যেতে চাই। চানখাঁর পুলের তেলের পরটা মুখে তোল, ভাই ভাই হেয়ার ড্রেসারে চুল কাটাও ফার্মগেট ব্রীজের ওপর হাট, থাম, আধুলিটা দাও নাভী খোলা শিশুটাকে। নিয়ন সাইন দেখ, জাহাজ ভাঙার হাতুড়ি শোন টিপুসুলতান রোড়ে মন ভাল না হলে জোর করে হাসো, পান খাওয়া সুখী বুড়োর বিঘত হাসি কপি কর পোস্ট কার্ডে চিঠি লেখ, জিপিওর উল্টো গেটে আতরওয়ালা - হাতের পিঠে বেলি ফুলের আতর শোঁকো, নবাবপুরে বক্স ক্যামেরায় সাদাকালো হাফ একটা ছবি তোলো সিটিবাসের পিছনে ছোটো, হাটতে থাক। পকেট খালি, তাও থেম না জোনাকীর ফুচকা দোকানে বাকিতে খাও একস্ট্রা প্লেট তেতুল জলে, ঠাটারী বাজার সিলভার কার্পের দামাদামি, গরম হতে স্কুলের গেটে কমলা বরফ চেটে খেয়ে শীতল হতে শিশুপার্কের বেলুন দেখ, নাটক সরণীতে আড্ডায় বসে রাজা মার উজির মার, তবুও যদি মন ভার থাকে গ্যারিসনে এক টিকেটে দুটো ছবি জলদি দেখ ধুলা মেখে ভুত হয়ো।

রাস্তা খোঁড়া জলের কাদায় খালি পায়ে বাড়ি ফিরো বালতি জলে স্নান করো সময় ভুলে ঘন্টা ধরে নতুন স্টাইলে চুল আঁচড়াও ভ্যাসেলিনে ঠোঁট ভরে মুচকি হাস, নখ কাট, খোলা দোকানে ঘড়িটার ফিতা বদলাও. এসি মার্কেটে এসি খাও। এস্কেলেটরে ওঠো নামো, পার্কে ঢোকো, বেঞ্চের উপর না বসে পা গুটিয়ে ঘাসে বস। বাদাম কিংবা চা-কে ডাকো ঝড়ের বাতাস ধূলি সহ মেখে নাও শরীরে চুলে। কৃষ্ণচূড়ার ফুল দেখ, পরিশ্রমী পিঁপড় দেখ টিনে আঁকা রিকশা হুডে আট-মজনুর চিত্র দেখ মাথার উপর সারি সারি তার ঝুলছে। পাখি বসলে ধূসর তারে পাখি দেখ।

আরামবাগে খেলার মাঠে ফুটবলের অনুশীলন দেখতে থাক তালি বাজিয়ে টেম্পু চড়ো। ঝাঁকি খাও। দক্ষিণ খানের নিচু ধান, ধানের জমি প্যাণ্টগুটাও। মাটির নৌকা ভাড়া কর ঘন্টা দরে ভ্রমণ কর, পথের গাছে ফুটে থাকলে হলুদ ফুল তুলে নিও। হাসো, খেলো, মনকে বোঝাও, যে করে হোক ভাল করো ঠান্ডা হয়ো, ভাড়ার বিবাদ না করে কণ্ডাকটর মামা ডাক, বিধবা যে খালাটাকে বহুবছর হয় না দেখা, দেখে এস গ্রীন রোড ভুতের গলি নার্সারিতে দোপাটির চারা দেখ, এনার্জি বিস্কুটের প্যাকেট কিনে কুলির সঙ্গে ভাগ করে খাও সদরঘাটে।

জুতা জোড়া কালি করাও। অনেক ধোয়া শার্টা ধোও নীল চুবিয়ে, ইস্ত্রি কর অটোমেটিক ডাই ক্লিনার্সে সেলুনে যাও মাথা বানাও, পত্রিকার হেডিং পড়। আজিজ মার্কেটে ঢুকে বই কেনার ছুতো করে ফ্রী কবিতা পড়ে নাও ছড়া কাট। গলা ছেড়ে গাও, হাওয়া মে উড়তা যায়ে। নিজের চুলে আঙুল বুলিয়ে ভাল একটা স্মৃতি খোঁজো, কাঁদো, চেঁচাও, প্রয়োজনে মন কে বকো।

টিভির রান্না অনুষ্ঠানের রেসিপির ওজন গোনো। তাও না হলে মধুমিতার সাথের গলি বাজীতে ক্যারম খেল, তবু বলো আজকে তোমার মনটা ভাল! কিছু না হলে তাতে ঘুরে আস শীতলক্ষা, রাতের লঞ্চে, সাগর তীরে, প্ল্যান ছাড়া মধুকবির সাগরদাঁড়ি। শর্ষের হলুদ রং দেখ, ভাটা থেকে সদ্য পোড়া লালচে ইট, সাওতাল মেয়ের মাথায় গোঁজা ফুল দেখে সিগারেটে পড়ে থাকা কাগজ নিয়ে কবিতা লেখ, বাড়ি ফিরে পুরনো সেই মানুষটিকে নতুন ভাব, বাড়িটাকে আপন ভাব, স্বপ্ন দেখ। তোমার মন ভাল হতেই সেই ভালতে সবাই ভাল। --- ড্রাফট ১.২


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।