আমাদের কথা খুঁজে নিন

   

??????????????কে হতে চান কোটিপতি???????????যারা হতে চান তারা হাত তোলেন আর যারা হয়ে গ্যাছেন তারা মুক্ত হস্তে দান করেন

ভালবাসি এক চিলতে রোদে নিজের ছায়া দেখতে........

আজ দুপুর ১২ টা ৩০ মিনিটে দেশ টিভি তে সারা বিশ্বে আলোড়ন তোলা who wants to be a millionaire এর বাংলাদেশি সংস্করণ কে হতে চায় কোটিপতির সঞ্চালকের নাম ঘোষণা করা হল....... আনিসুল হক। পৃথিবীর ১১০টি দেশে হওয়া এই তুমুল জনপ্রিয় অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে একজন তুমুল জনপ্রিয় ব্যক্তিকেই নির্বাচন করা হয়ে থাকে। আশা করেছিলাম বাংলাদেশেও এর ব্যতিক্রম হবে না।যদিও বলার অপেক্ষা রাখে না তিনি জনপ্রিয় তবে জনপ্রিয়তম কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে।তার চাইতে জনপ্রিয় সঞ্চালকের অভাব নিশ্চয়ই ছিলনা।আমি ভেবেছিলাম আব্দুন নুর তুষার কে বোধহয় সঞ্চালক করা হবে........ভাবার কারন কুইজ বা বিতর্ক প্রতিযোগিতার সঞ্চালক হিসেবে আমার মতে তিনি অসাধারন এবং জনপ্রিয়।আর আনিসুল হকের চাইতে আব্দুন নুর তুষার কিছুটা হলেও জনপ্রিয় অন্তত আমার মতে।যাই হোক কতৃপক্ষ বোধহয় আনিসুল হককেই যোগ্য মনে করেছেন। বিশ্বজুড়ে জনপ্রিয় মেধাভিত্তিক কোটিপতি হওয়ার অনুষ্ঠান কে হতে চায় কোটিপতি এর জন্য শুভকামনা রইল। চলেন সবাই মাঠে নেমে পরি...............কোটিপতি হয়ে যাই আর কোটিপতি হওয়ার পর সবাই গরিব দুঃখী দের দান করি যারা ইতিমধ্যেই কোটিপতি হয়ে গেছেন তারা দয়া করে মুক্ত হস্তে দান করেন............... আমার আপনার সকলের সামান্য দানেই হয়ত আরেকজনের মুখে হাসি ফোটাবে আর দেশটা হবে সুখী সমৃদ্ধ

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।