আমাদের কথা খুঁজে নিন

   

হে বিধাতা, তুমি আছো বলে

ব্যক্তিগত জীবনে আমি একজন "কম্পিউটার সিষ্টেম এডমিনিষ্ট্রটর", এর বাইরেও একটি জগত আছে যা আমি ক্রমন্ময়ে উপস্থাপন করব । আপনারা শুধু এইটুকু সুযোগ দিবেন আশা করছি। ধন্যবাদ ।

আর কত জিতবে তুমি হে বিধাতা- তোমার পাশার গুটি সাজাতে সাজাতে গত হল কত অমর অজেয় সেনা চুনকাটির নিকোষ দাগে ভরে গেল সমস্ত দেয়াল পাড়ার লাজুক বধুটি হয়ে গেল শিক্ষিত বেকারের মা আর কত আঙ্গুল হেলানীর চিত্তবৃত্তে ঘুরাবে তুমি তোমার সাথে ঘুরে ঘুরে ক্ষয়ে যায় অসংখ্য পূর্ণিমার চাঁদ অবলীলায় খসে পড়ে সমাজপতির গলা থেকে একে একে অজস্র নারীর অপবাদ তোমার আর্শিবাদ নিয়ে, মিথ্যে- জনতার সেবক হওয়ার খায়েস জাগে মনে চিরচেনা সমাজের কুট-চক্রের দল চুম্বন করে পুর্ণ্যভূমীর কালো পাথর ঘরছাড়া হয়ে যায় জমিলা আর গৃহবাসী হয়ে যায় খল তুমি আছো বলে, অবেলায়- জীবনের বেচা-কেনায় বেসামাল বেসাতি তুড়ি মেরে ধরে ফেলে জীবনের বাজি ছেড়ে দেয় হাল, মাস্তুল অন্যের হাতে শেষ আশ্রায় যদি মেলে ঘরভাঙ্গা ডাঙ্গায় সেখানেও রেখে যাও করুণ ট্রাজেডী তুমি আছো বলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।