আমাদের কথা খুঁজে নিন

   

আই.বি.এ. এর এমবিএতে দ্বিতীয় ইনটেক এবং কিছু কথা ( একটি জ্ঞানগর্ভ পোস্ট!)

নিজের অবস্থান নিয়ে শংকিত।

আই.বি.এ. এর এমবিএতে দ্বিতীয় ইনটেকের সার্কুলার হবার পর থেকেই অনেকেই বিভিন্ন প্রশ্ন নিয়ে আসছে। যেমন আবেদন করার যোগ্যতা কি? ফর্ম কিভাবে পেতে হয় ও জমা দিতে হয়? প্রস্তুতই কীভাবে নিতে হয়? ইত্যাদি। এইসবের উত্তর দিতে দিতে ভাবলাম এই প্রশ্ন হয়তো আর অনেকের আছে। তাই ব্লগে এর উত্তরগুলো লিখলাম।

হয়তো কারো উপকারে লাগবে। ভর্তি আবেদন ফর্ম কিভাবে পাওয়া যায় সেটা সার্কুলারে আছে। তা হলো অগ্রনী ব্যাঙ্ক, কার্জন হল শাখা থেকে ফর্ম ৫৫০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। আবেদনের যোগ্যতাঃ সার্কুলারটি আপলোড করে দিচ্ছি এখানে বিস্তারিত বলা আছে। |http://www.iba-du.edu/uploads/MBA45_add.pdf| প্রস্তুতিঃ এই ব্যাপারটা একটু ট্রিকি।

যেহেতু হাতে সময় বেশী নেই তাই দ্রুত প্রস্তুতি নিতে হবে। এক্ষেত্রে আগের বছরগুলোর প্রশ্ন সল্ভ করতে হবে। করার সময় খেয়াল রাখতে হবে যেন নির্ধারিত সময়ের ভিতর শেষ হয়। অংক করার সময় ক্যালকুলেটর ব্যাবহার করা যাবেনা। তাই হিসাবগুলো হাতে করার প্র্যাকটিস করতে হবে।

অংকের সমস্যাগুলো খুব একটা কঠিন হয়না তবে সময় একটি গুরুত্বপুর্ণ ফ্যাক্টর। ইংলিশ পার্টটা একটু কঠিন হয়। এখানে মুলত তিন ধরনের প্রশ্ন থাকে। গ্রামারে সাধারণত থাকে কারেকশন ও শুন্যস্থানপুরন। ভকাবুলারি অংশে MCQ থাকে।

অ্যানালাইটিকাল পার্টে পাজল, ডাটা অ্যানালাইসিস এবং ক্রিটিকাল রিজনিং থাকে। এগুলো GMAT বইতে দেখলে ভালো হয়। আমি কাপলানের ( Kaplan) এর বই পড়তাম, আমার কাছে সহজ মনে হত। এগুলো দেখলেই প্রস্তুতি নেয়া সম্ভব। বাজারে বেশ কিছু গাইডও পাওয়া যায়।

সেগুলোও কেনা যেতে পারে। তবে সময় কম থাকার কারনে বেশী বেশী প্রব্লেম সল্ভ করার দিকে মনোযোগ দিতে হবে। এভাবে প্রস্তুতি নিলে পরিক্ষার জন্য ভালোভাবেই প্রস্তুত হওয়া সম্ভব। কারো উপকারে যদি আসে তাহলে লেখা সার্থক মনে করব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।