আমাদের কথা খুঁজে নিন

   

মা

আমি হয়ত মানুষ নই,মানুষগুলো অন্যরকম।

মায়ের সাথে হাসি-কান্না মায়ের সাথে আঁড়ি, মায়ের সাথে রেগে-মেগে ভাঙ্গছি আমি হাঁড়ি, ভাঙ্গা হাঁড়িতে করছে মা আমার জন্য রান্না, তাঁর আজব ভালবাসায় পাচ্ছে আমার কান্না। কি করে মা বুঝাই তোমায় ভালবাসি, মায়রে কাছে এই জগতে সবচেয়ে বড় ছেলের মুখের হাসি। কষ্ট করে সহ্য কর সবকিছু মা তুমি কিসের আশায় দোয়া কর মা_ তোমার ছেলেরা তোমায় যেন অথৈ সাগরে না ভাসায়।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।