আমাদের কথা খুঁজে নিন

   

আসুন জেনে নিই কিভাবে ককটেইল বানাতে হয় (অশিক্ষামূলক পোস্ট)

পরে লিখব ককটেল - বর্তমান সময়ে বহুল প্রচারিত একটি শব্দ। যে কোনো সময় আমরা ককটেল এর সম্মুখীন হতে পারি। তাই আসুন একবার দেখে নিই কিভাবে ককটেল বানানো হচ্ছে। যারা ভয় পাচ্ছেন তারা মোটেই ভয় পাবেন না। . . . প্রয়োজনীয় উপকরণসমূহ: ১।

একটি খালি গ্লাস ২। এক বোতল কোকাকোলা। ৩। এক বোতল পেপসি ৪। এক বোতল সেভেন আপ কার্যপদ্ধতি: সাধারণ ককটেলের জন্য ১।

প্রথমে খালি গ্লাসের অর্ধেক পরিমাণ উপরের যে কোন একটি পানীয় নিন। ২। এবার বাকি অর্ধেক পরিমাণ অপর যে কোনো আরেকটি পানীয় নিন। ৩। এবার কিছু সময় গ্লাসটি ম্রিদুভাবে নাড়ুন।

ব্যাস, হয়ে গেল সাধারণ ককটেল। এবার পরিবেশন/পান করুন। এবার ২য় মাত্রার ককটেল- ১। প্রথমে খালি গ্লাসের অর্ধেক পরিমাণ উপরের যে কোন একটি পানীয় নিন। ২।

এবার বাকি অর্ধেক খালি গ্লাসের অর্ধেক পরিমাণ অপর যে কোনো আরেকটি পানীয় নিন। ৩। গ্লাসের বাকি অংশ ৩য় পানীয় দ্বারা প্রায় পূর্ণ করুন। ৪। এবার কিছু সময় গ্লাসটি ম্রিদুভাবে নাড়ুন।

হয়ে গেল ২য় মাত্রার ককটেল। এবার পরিবেশন/পান করুন। কোনো অঘটন/ বিস্বাদ হলে লেখক মোটেই দায়ী নয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.