আমাদের কথা খুঁজে নিন

   

আইন সবার জন্য সমান নয়:সরাষ্ট্র প্রতিমন্ত্রী। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাতিজা আটক, পরে মুক্তি



পাবনার বেড়া উপজেলা নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ভাতিজা আমিনুল ইসলামকে (২৫) আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় আমিনুলকে বেড়া বাজার এলাকা থেকে আটক করা হয়েছিল। আটককৃত আমিনুল বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার বদিউল আলমের ছেলে এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ভাতিজা (আপন বড় ভাইয়ের ছেলে)। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রবিবার বিকালে মনোনয়নপত্র বাছাইকালে উপজেলার জাতসাকিনী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আইয়ুব আলীর মনোনয়নপত্র ত্রুটির কারণে বাতিল করা হয়। এরপর বিকাল সাড়ে ৫টার দিকে আমিনুল ইসলাম তার কয়েকজন সহযোগীকে নিয়ে নির্বাচন অফিসে গিয়ে নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনের কাছে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করার কারণ জানতে চান।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমিনুল নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা, ইউএনও ও থানার ওসিকে জানালে পুলিশ সন্ধ্যায় আমিনুলকে আটক করে। বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জিল্লুর রহমান বলেন, ‘আমিনুলকে মোটরসাইকেলের কাগজপত্র না থাকায় আটক করা হয়েছিল। সে তিন দিনের মধ্যে তার মোটরসাইকেলের কাগজপত্র দেখাবে বলে মুচলেকা দিলে তাকে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে দেয়া হয়। ’ তিনি আরো বলেন, আমিনুলের বিরুদ্ধে অন্য কোনো অভিযোগ পাইনি।

নির্বাচন কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেয়া প্রসঙ্গে ওসি বলেন, নির্বাচন কর্মকর্তা লিখিত অভিযোগ দিলে অবশ্যই আমিনুলকে গ্রেপ্তার করা হবে। জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে প্রাণনাশের হুমকি দেয়ার ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানান। সূত্র: রিয়েল টাইম নিউজ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।