আমাদের কথা খুঁজে নিন

   

দুই টাকার বাংলাদেশ প্রতিদিনের বিক্রিতে ধস।


২ টাকার পেপার হিসেবে ঢাকার বাসযাত্রীদের মাঝে বাংলাদেশ প্রতিদিনের ভালোই কাটতি ছিলো। মূলত প্রথম আলোর বিরুদ্ধে কুৎসা রটানোর জন্যই এই পত্রিকাটির জন্ম হয়েছিল। আর ব্যবসায়িক পলিসি হিসাবে নিয়েছিল বাংগালী আমজনতার মেন্টালিটিকে। ফ্রী পাওয়ার প্রবণতাটাকে। এবং সাথে থাকতো কিছু লুল পাঠকের জন্য রগরগে বিদেশী নায়িকা মডেলদের ছবি এবং দুনিয়ার সব স্ক্যান্ডালের খবর।

বাংগালীরা ফ্রী পেলে আলকাতরা ও খেতে পারে। তাই পেপারে ৩ টাকার কথা লিখে পেপারটা যখন ২ টাকাতে বিক্রি করতো, জ্যামের সঙী বাসের সিট পরিষ্কার করা কিংবা রোদে ছাতা হিসেবে হলেও অনেকে এই পেপার কিনতো। মনে করতো, আরে!!!! ৩৩% ডিসকাউন্টে পাচ্ছি। বসুন্ধরা গ্রুপের ফটকাবাজী প্রেস কাউন্সিলে ধরা পড়ে যাওয়াতে তারা এখন মনে হয় হাল ছেড়ে দিয়েছে। ২ টাকার পেপার এখন আর ২টাকাতে বিক্রি হয় না, ৩টাকা হয়ে গেছে।

ফলশ্রুতিতে এই পেপারের বিক্রিতে ধস নেমেছে। আগে যেখানে একটা বাসে ১০-১৫ কপি বিক্রি হতো, এখন সেখানে ৩ কপিও বিক্রি হচ্ছে না। (আমি নিজেও কিনতাম, এখন কিনি না। ) আর কিছুদিন পর দেখা যাবে এই পত্রিকাটি বন্ধই হয়ে যাবে। তখন আবার বেকার হবে কিছু সাংবাদিক, আবার প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন..........................
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।