আমাদের কথা খুঁজে নিন

   

যার কোন শিরোনাম নেই



মায়ের কি কোন শিরোনাম হয়- মা আছে বলেই আজ আমি লিখছি। মা আছে বলেই আমার কষ্ট নেই, মা আছে বলেই নিশ্চিন্তে পথচলা, মা আছে বলেই পরম মমতা, মা আছে বলেই মা মা মা বলে ডাকা। মা আছে বলেই তাকে যন্ত্রনা দেওয়া যার সবই সব মুখ বুঝে সয়ে যাওয়া। যেদিন মা থাকবে না- সেদিন কী হবে আমার কে বলবে হতভাগা একটু বুঝে চলতে পারিস না। বাবার কঠোর শাসনের মুখে দাঁড়িয়ে বলা এবার হয়েছে ক্ষান্ত দাওনা। সব নিষ্ঠুর কথাগুলো নিজে সহ্য করা সব অত্যাচার একাকী মেনে নেওয়া। এর সব কিছুই মা, মা, মা সত্যি এর কোন শিরোনাম হয় না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।