আমাদের কথা খুঁজে নিন

   

কেমন করে শোধ করি মা তোর দুধের দাম

যদি পারতাম দুঃখগুলো নিলামে বিক্রি করে দিতাম

আমি আল্লাহ রসুল নবীর পরে করি যার প্রার্থনা তার পায়েরই নিচে আমার বেহেস্তের ঠিকানা সে যে আমার মা জননী একটি প্রিয় নাম কেমন করে শোধ করি মা তোমার দুধেরই দাম দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধ হবে না দোহাই মা গো আমার আগে উড়াল মারিস না। তোমা চেয়ে মা, আপন কেহ নাইরে কোথাও নাই সারা জনম তোমারই কুলে পাইরে যেন ঠাই আসবো আমি ফিরে ফিরে যতই দুরে যাই মুখখানি তোমার দেখলে মাগো শান্তি খুঁজে পাই দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধ হবে না দোহাই মা গো আমার আগে উড়াল মারিস না। তুমি যে বড় আদরিনী তোমার তুলনা নাই তুমি না পাশে থাকলে মাগো আমি কষ্ট পাই চিরকালই তুমি যে শুধু নিয়ে হাসিমুখ নিজের স্বার্থটাকে ভূলে দেখলে আমার সুখ দিন দুনিয়ার কিছুই দিয়ে ঋণ শোধ হবে না দোহাই মা গো আমার আগে উড়াল মারিস না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.