আমাদের কথা খুঁজে নিন

   

লাল ঘুড়ি

তোমাদের পাগল বন্ধু

পন্ড হল নাটাই কেনা, হয়নি দেখা লাল ঘুড়ি। সবটা ছিল মনভূলানো, নীল আকাশের জচ্চুরি। স্বপ্নটুকু মেঘের ফাঁকে ...আজকে রেখে যাচ্ছি তাই, চোর আকাশে খেলবো না আর - শুদ্ধ আকাশ গড়তে চাই......... উৎসর্গ করছি এক ভদ্রলোকের নামে, যিনি ছোট বেলায় আমাকে ঘুড়ি বানিয়ে দিতেন। এবং খোলা মাঠে ভর দুপুরে ঘুড়ি ওড়ানো ক্লাস নিতেন। আমার বাবা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।