আমাদের কথা খুঁজে নিন

   

দুঃখ-মানুষ

পদ্য + কবিতা

দুঃখ আমার কাছের মানুষ দুঃখে বসবাস, নোনা নদীর ভাঙ্গা তরী সুখের পরিহাস। দুঃখ আমার কাছের মানুষ জল জড়ানো রাত, মনের কোনে জমে থাকা প্রিয়ার দু'টি হাত। দুঃখ আমার কাছের মানুষ অনেক ক্লান্ত মন, থমকে থাকা নিরব দুপুর থমকে থাকা ক্ষন। দুঃখ আমার কাছের মানুষ এই জীবনের নাও, অন্য গ্রামের উজান জোয়ার দুঃখ তরী বাও। হাজার রাতের বর্ষা নামে দুঃখ-মানুষ গা, বলবোনাকো তোকে আর দুঃখ নদী বা! থাকনা আমার দুঃখ যত উড়াই দুখের ফানুস, দুঃখ আমার আপন অতি আমি দুঃখ-মানুষ। - পদ্যবিতা ২৩/০৩/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।