আমাদের কথা খুঁজে নিন

   

এক দলীয় সহানুভূতি

প্রতিবাদের রাজধানী ফেসবুকে দেখলাম সালামের স্রোতে, মমতার চাদরে, স্রদ্ধার বন্যায়, সহানুভুতির আকাশে বাংলাদেশ পুলিশ বাহিনীকে ঠাই দেয়া হচ্ছে। এতদিন পরে হলেও জাতি তাঁদের অপরিসীম সাহসী যোদ্ধা পুলিশের মর্ম বুঝল। পুলিশের এই অভাবনীয় সাফল্য হুট করে আসেনি, রাস্তায় শিবির জামাত কর্মীদের হাতে মার খেয়ে জামাত শিবির প্রতিহত করতে যেয়ে জীবন দিয়ে পুলিশ গনমানুষের এক নতুন বদ্ধুতে রুপান্তরিত হল। অতীতের সীমাহীন অপকর্ম, ঘুষ গ্রহন, মিথ্যা মামলায় নিরীহ জনগন হয়রানি, বছরে জমা হওয়া হাজার খানেক চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা, ধর্ষণ মামলা পরিচালনায় পরাজিত ও আসামি গ্রেপ্তারে অলসতা প্রদর্শন সহ সকল দায় মাত্র ১ মাসেই পুলিশ কাটিয়ে ফেলেছে। না পুলিশ আমার মূল বিষয় বস্তু না, এখানে আমি পুলিশদের নিয়ে যারা উচ্ছাসে লিপ্ত তাঁদের নিয়ে কথা বলব।

এক সময় এই সকল লোকেরা পুলিশ কে উঠতে বসতে গালি দিত, শাহাবাগে যদি এই পুলিশ বাহিনি লাঠি আঘাত করে জনতার মিছিল ছত্রভঙ্গ করতে তবে এই শাহাবাগি যোদ্ধাদের আসল মতামত জানা যেত। এই পুলিশ যদি ব্লগার রাজিব হত্যাকাণ্ড নিয়ে গাফিলতি করত বা অশোভন মন্তব্য দিতে তাহলে আজ রাজধানী ফেসবুকে আন্দোলনের আরেক পসলা কালবৈশাখী হতো। এই পুলিশ বাহিনি যদি শাহাবাগে নিরাপত্তা পাহারা দিতে অস্বীকৃতি জানাত তাহলে এই পুলিশ বাহিনির গুষ্টি উদ্ধার করা হয়ে যেত। তবে কেন আজ পুলিশের উপর এতো মমতা কারণ পুলিশের এক দলীয় আচরন। ব্লগার রাজিব হত্যাকাণ্ডের পর যত দ্রুত আসামি গ্রেপ্তার করা হয়েছে, যত দ্রুত মামলা করা হয়েছে, কোন বাকবিতণ্ডা না করে পুলিশ আগ্রহের সাথে মামলা নিয়েছে তা বাংলাদেশী অন্য কারও ভাগ্যে জুটেছে কিনা প্রস্নবিদ্ধ।

এই সমস্ত কারনে আজ মানুষ পুলিশ কে মাথায় তুলে ফেলছে শিবির জামাতকৃত হামলায় মৃত পুলিশ সদস্যদের বিচার চাওয়া হচ্ছে। কিন্তু সবাই কিভাবে যেন ভুলে গেল, ভুলে গেলো আরেকজন পুলিশ সদস্যার কথা। প্রজন্ম চত্বরে দায়িত্বরত বাদল মিয়া (২৫) নামে এক পুলিশ কনস্টেবলের অপমৃত্যু নিয়ে কেও কথা বলে না। তাঁর মৃত্যু নিয়ে কোন আন্দোলন হয়না। তার হত্যাকারীদের গ্রেপ্তার করার জন্য কেও পথে নামে না সয়ং পুলিশ বাহিনি থেকে এই নিয়ে কোন আন্দোলন গড়ে তোলা হয়নি।

নিজেদের আন্দোলন কে শক্তিশালী করতে পুলিশকে একদলীয় করেন, জামাত শিবির দিয়ে পুলিশ হত্যা করিয়ে পুলিশ কে নিয়ে কবিতা গল্প উপন্যাস লেখেন। আর যখনি পুলিশ কর্মী বাদলের হত্যার বিচার নিয়ে কেও কথা বলবেন তাকে গলা চেপে ধরে জিজ্ঞাস করুন তুই কে বাদল কেডা?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।