আমাদের কথা খুঁজে নিন

   

মা



কবি : খোরশেদুল আলম মাতৃপদতলে নিজেকে করি সমর্পণ অতল গহীন সুখের সাগরে রাখি আমার এ ছোট্ট মাথা, নিমিষেই ধুয়ে মুছে যায় মায়ের ছোঁয়ায় পৃথিবীর সকল ব্যথা। আজো আমি ছোট্ট শিশু ভয়ে লুকাই মায়ের আঁচলে চির শান্তি অফুরন্ত সাহস পাই দাও স্থান মা তোমার বুকে, দলে দলে স্বর্গ ঘুমায় মাতৃপদতলে ভব যন্ত্রণা শোধিত হয় সুখ নামে মায়ের আঁচল তলে। স্বর্গ, মাতৃ হারা দুর্ভাগা এতিম মায়ের কাছে সুখ পেয়ে আছে বেঁচে মা না থাকলে কবেই হতো বিলীন, আমি,স্বর্গ একি মায়ের স্নেহে পুষ্ট তাই স্বর্গ আমার সাথে ঘুরে সর্বত্র থাকি অমলিন। রয়েছে হৃদয়ের টান নেই কোন দন্ধ পৃথিবীর সকল প্রাণ বাঁচায় মাতৃদুগ্ধ। ভূমিষ্ঠের পূর্বে ছিলাম অন্ধ বধির ছিলনা জ্ঞান তবু কষ্ট দিয়েছি মা কে প্রতিদানে আদর যত্ন দিয়ে করেছে পালন আমাকে, জন্মের পর কতজন নিয়েছে কোলে তবু চিনেছি চোখ বুঝে নাড়ির টানে মা আমার মা কে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।