আমাদের কথা খুঁজে নিন

   

একাত্তরের ভিডিও ক্লিপিং দেখে নিজামী বললেন, ‘এটা গণহত্যা’

কালের স্রোত

একাত্তরে সংঘটিত নৃশংস ঘটনার ভিডিও ক্লিপিং দেখে জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামী স্বীকার করেছেন, সেটা ছিলো গণহত্যা। বৃহস্পতিবার ধানমণ্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদে তদন্ত সংস্থার সংগৃহীত ভিডিও ক্লিপিং দেখে নিজামী এ মন্তব্য করেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীকে বৃহস্পতিবার সকাল ১০টায় সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারী দল। দুপুর ২টা ০৩ মিনিটে তদন্ত সংস্থার অন্যতম তদন্তকারী কর্মকর্তা সানাউল হক অপেক্ষমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্তে যেসব সাক্ষ্য-প্রমাণ উঠে এসেছে এবং আমাদের সংগ্রহকৃত ৭১ এর যেসব ভিডিও ক্লিপিং আছে সেগুলোর ভিত্তিতে নিজামীকে জিজ্ঞাসাবাদ করা হয়েচ্ছে। ভিডিও ক্লিপিং দেখে নিজামী বলেছেন, এছিলো গণহত্যা।

’ সানাউল হক বলেন, ‘সকাল ১০টায় আমাদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। তিনি আমাদের কাজে সহযোগিতা করছেন। আমাদের প্রশ্নের জবাব দিচ্ছেন। তবে তিনি প্রশ্নের জবাব দিচ্ছেন খুবই ধীরগতিতে । ’ সানাউল হক জানান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসক সকাল ১০টা এবং দুপুর ১টায় তার স্বাস্থ্য পরীক্ষা করেছেন।

তার রক্তচাপ স্বাভাবিক আছে। তিনি বলেন, ‘বিভিন্ন প্রশ্নের জবাবে মাওলানা নিজামী বলেছেন, তার বয়স ৭০ বছর। ৪০ বছর আগের ঘটনার অনেক কিছুই তিনি এখন মনে করতে পারছেন না। ’ সানাউল হক জানান, দুপুর ১টা থেকে ১ টা ৩০ মিনিটের বিরতিতে তিনি তার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং চিকিৎসকের সঙ্গে বসে দুপুরের খাবার খেয়েছেন। সানাউল হক আরও বলেন, ‘আজকের জিজ্ঞাসাবাদে যদি আমরা সন্তুষ্ট হতে না পারি, যদি মনে আমরা করি যে,আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন তাহলে ভবিষ্যতে হয়তো আবারও তাকে আমাদের হেফাজতে এনে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করবো।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।