আমাদের কথা খুঁজে নিন

   

ডঃ মুহাম্মদ ইউনুস- নামেই যার পরিচয়!

আন্তজাতিক পরিমণ্ডলে ড. মুহম্মদ ইউনূসের খ্যাতি ও যশে যাদের আঁতে জ্বালাপোড়া লাগে, তাদের জন্য আরও একটি দুঃসংবাদ (যদিও সকল বাংলাদেশীর জন্য সুসংবাদ) হল, আগামী ১৭ই এপ্রিল যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা ‘কংগ্রেশনাল গোল্ড মেডেলে’ ভূষিত করা হবে ক্ষুদ্রঋণ প্রবক্তা ড. মুহম্মদ ইউনূসকে। বৈশ্বিক দারিদ্র নিরসনে সংগ্রামী অবদান রাখার স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরষ্কার "নোবেল পুরস্কারে" ভূষিত হয়েছিলেন ২০০৬ সালে এবং ইতিপূর্বে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডমও অর্জন করেছেন তিনি। অভাগা জাতি বাংলাদেশী! বেশ অভাগাই বলতে হবে। নিজের দেশের গুণী মানুষদের সম্মান করতে না পারলেও একেবারে মাথায় তুলে নাচতে পারি ভিনদেশী নাগরিকদের। সারা বিশ্বের মানুষ যাকে মাথায় তুলে রাখছেন, তাঁকে আমরা শুধুমাত্র নেত্রী বলেছেন বলে যথাযথ সম্মান দিতে পারছিনা! কেমন বেকুব জাতি আমরা! যারা নেত্রীর কথা বিশ্বাস করছেন, তাদের বদ্ধমূল ধারণা বাংলাদেশ থেকে যদি কেউ নোভেল পুরষ্কার পাবে, তো সেটা আমাদের নেত্রীরই প্রাপ্য!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।