আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হয় ডাক্তারদের হাতের লেখা?

আমার আব্বা ডাক্তার, অভিজ্ঞতাটা আমার মা-র। বিয়ের পরপরই আব্বাকে চাকরীর সুবাদে মা-কে বাড়িতে রেখে চলে যেতে হয় কর্মস্থলে। সেখান থেকে আব্বা তার নববধুঁকে (আমার মা) চিঠি লেখেন। চিঠি পেয়েই মা ঝড়ের বেগে চিঠিটা খুলে পড়তে শুরু করেন। পোড়া কপাল, আমার মা একজন শিক্ষক হয়েও লেখার কিছুই তো বুঝতে পারছেন না ! ডাক্তারের হাতের লেখা তো ! কি আর করেন, ভাবলেন বাড়ির পাশের ফার্মেসীতে যেয়ে দেখি কম্পাউন্ডার পড়তে পারেন কি না। মা কম্পাউন্ডারকে চিঠিটা ধরিয়ে দিতেই কম্পাউন্ডার এক ঝলক তা দেখেই তাক থেকে একটি একটি করে ঔষধ নামাতে শুরু করলো.. এবার আমার মা-র অবস্থা বুঝতেই পারছেন। এটাই হলো ডাক্তারদের হাতের লেখা.. তবে আশার কথা, বদলে গেছে যুগ। এখন আর কেউ চিঠি লেখে না, বড় জোর ইমেইল করে। তাছাড়া ইদানিং দেখছি হাতের লেখার ভয়ে ডাক্তাররা প্রেসস্ক্রিপসন দেওয়া শুরু করছেন কম্পিউটারে টাইপ করে !! মরাল- ডাক্তার হতে চাইলো হাতের লেখা দূর্বোধ্য করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.