আমাদের কথা খুঁজে নিন

   

না প্রেমিক না বিপ্লবী- না মুসলিম না ইহুদী-ত্রিশোনকুর স্বগোতক্তি!

শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।

ওসামা বিন লাদেন আর বারাক মুহাম্মাদ ওবামা "আমি আনন্দিত, খুশীতে দিশেহারা যে সাড়ে তিন ঘন্টায়, সাড়ে পাঁচ হাজার নিরাপরাধ মানুষকে হত্যাকারী ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। তার যথাযোগ্য শাস্তি বিধান করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হ'ল শুধু ওসামা বিন লাদেন কেন? কেন নয় গোল্ডা মায়ার, ইসহাক শ্যারন, ওহুদ বারাক, বারাক মুহাম্মাদ ওবামা? গত সাড়ে ছয় দশক ধরে এর বহুগুণ বেশী নিষ্পাপ শিশু কিশোরকে যারা সুপরিকল্পিতভাবে, রাষ্ট্র সমর্থিত, রাষ্ট্র সম্পাদিত সন্ত্রাসের মাধ্যমে হত্যা করেছে, তার বিচারের জন্যে আমাদের শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন?" "Long Live Barak Mohammad Obama, we love you, adore you, worship you, as you never forgot to be grateful to the Jews of Israel and conveniently forgot about the hapless children of Gaza, who were being killed methodically by Israeli forces when you delivered your inaugural speech as The President of The United States (বারাক মুহাম্মাদ ওবামা, তোমাকে আমি ভালবাসি, তোমার প্রেমে আমি পাগোলপারা, সেজদা করি তোমায়----তুমি যে নির্বাচনে জেতার জন্যে তোমার কৃতজ্ঞতা ইজ্রাইলীদের জানিয়ে দিতে ভোলো নি এবং অত্যন্ত সুবিধেজনক ভাবেই ভুলে গিয়েছিলে হতভাগা সেই সব শিশুদের কথা যাদেরকে তোমার ইজ্রাইলী বাহিনীর সদস্যেরা তখনো সুপরিকল্পিতভাবে হত্যা করছিল---- যখন তুমি আমেরিকার প্রথম কালো, প্রথম মুসলিম ঔরসে জন্ম নেয়া প্রেসিডেন্ট হিসেবে তোমার প্রথম বক্তৃতাটি দিচ্ছিলে)। " "ওসামা বিন লাদেনের হত্যার মাঝে আমাদের রাষ্ট্র যন্ত্রের শেখার অনেক কিছুই আছে-তার প্রথমটি হ'ল শায়েখ আবদুর রহমান, বাংলা ভাইদের এত কষ্ট করে, জীবনের ঝুঁকি নিয়ে, গ্রেপ্তার করে, বিচার করে ফাঁসীতে লটকানোর কোন প্রয়োজনই ছিল না।

" ওসামা বিন লাদেন। জন্মঃ ১০ মার্চ, ১৯৫৭ , মৃত্যুঃ ২ মে, ২০১১ মৃত্যুর সময় বয়সঃ চুয়ান্ন বছর। জন্ম স্থানঃ রিয়াদ, সৌদি আরব। মৃত্যু স্থানঃ এবোটাবাদ, পাকিস্তান (৩৪.১৬৯২৮ ডিগ্রি ঊত্তর, ৭৩.২৪২৫২ ডিগ্রি পূর্ব) শেষ বিশ্রামের স্থানঃ ঊত্তর আরব সাগর। আনুগাত্যঃ আল কায়েদা।

যুদ্ধঃ সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ-আফগানিস্তানে। সন্ত্রাসী যুদ্ধঃ আফগানিস্তানে যুদ্ধ। তোরা বোরার যুদ্ধ। পাকিস্তানের ঊত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের যুদ্ধ। "হে আমার প্রভু, নিশ্চয়ই তুমি পুরষ্কৃত কর এবং তিরষ্কৃত কর মানুষের উদ্দেশ্যের জন্যে, তার কাজের ফলের জন্যে নয়।

" ছবি ও তথ্যঃ অন্তরর্জাল ও উইকি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।