আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা-ওসামা আর অনামা মানুষ



এটা বোঝা গেল ওসামা আর নেই। কিন্তু পৃথিবী কি ওসামা ছাড়া থাকতে পারবে? কোনও একজন বা একদল শত্রু ছাড়া আজকের এক-শক্তি-বিশ্ব বেঁচে থাকবে কী করে! সুতরাং কোথাও না কোথাও আরেকটা ওসামা তৈরি হবে। অথবা তৈরি হবে একদল ওসামা। আবার সরগরম থাকবে আমাদের টিভিগুলোর পর্দা। সেই ওসামা বা অনেক ওসামাগুলোকে অনেকদিন বাঁচিয়ে রাখা হবে।

যেদিন তাদের প্রয়োজন শেষ হবে, তাকে বা তাদের মেরে ফেলা হবে। সেদিনও হয়তো নির্বাচন কাছে চলে আসবে। ফাঁকতালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, বাজারে গাড়িবোমায়, কালাশনিকভের গরম গুলিতে মারা যাবে সাধারণ মানুষ। তারা জানে না, কীভাবে ওসামারা জন্মায় কিংবা মরে যায়। তারা শুধু জন্ম নিতে আর মরে যেতে আসে।

তাদের কথা কোনওদিন টিভি চ্যানেল বলে না। তাদের কথা টিআরপি পায় না। টিআরপি- এরকম কত অজানা শব্দে আরও আরও অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে মানুষ। এখন প্রাসঙ্গিক লাদেন কিংবা সিল সিক্স।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।