আমাদের কথা খুঁজে নিন

   

চাকরীর জন্য ২টি ছোট এবং গুরুত্বপুর্ণ বিষয়

অভিলাসী মন চন্দ্রে না পাক, জোছনায় পাক সামান্য ঠাই

ইউরোপীয়ান ইউনিয়নের একটা অঙ্গসংগঠন আছে (নাম ভুলে গেছি) যারা তরুন গ্র্যাজুয়েটদের উপদেশ বিতরন করে ভবিষ্যৎ পেশা'র উদ্দেশ্যে। সেদিন ওদের এক সেমিনারে এক বক্তা ২টা প্রশ্ন করে,বললো যে এগুলো নাকি ইন্টারভ্যিউ বোর্ডে জিজ্ঞেস করে, ১: বাংলা-ইংরেজী অথবা অন্য কোন ভাষা ব্যাবহার না করে সপ্তাহের ৩টা দিনের নাম বলুন। ২: আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, একটা বাসস্ট্যান্ডে দেখলেন ১জন বৃদ্ধা,আপনার ১জন খুব ভাল বন্ধু এবং আপনার স্বপ্নের মানুষটি লিফট চাইছে। আপনার গাড়িতে মাত্র ১জনকেই লিফট দিতে পারবেন। ১ জনের বেশী কাউকে নেয়া যাবে না! আপনি কি করবেন? বর্তমানে ইন্টারভিয়্যুতে বইয়ের পড়া ধরার মত প্রশ্ন করা হয় না।

ইন্টারভিয়্যু বোর্ডের মুল ফোকাস হলো প্রার্থীর চিন্তাশক্তি পরীক্ষা করা। আমি প্রশ্ন ২টির কাছাকাছি গেলেও সঠিক জবাব দিতে পারি নাই পরে দেখলাম অনেক সোজা। তখন সে বললো, মাথাটা মুক্ত রেখে নিজের মত করে ভাবো এটাই জরুরী। আমি ভাবলাম ব্লগের বন্ধুদের বিষয়টা জানিয়ে দেই যদি কারো ইন্টারভিয়্যুতে আসে!! তাই আগে থেকেই মাথাটা খোলা থাকুক। আরো বললো যে CV লেখা খুব গুরুত্বপূর্ণ।

একটা এ্যাপ্লিকেশনের প্রথমধাপ হিসেবে সর্বোচ্চ গুরুত্বপুর্ণ এটা। এ্যাপ্লিকেন্ট সম্বন্ধে প্রথম ধারনা যেহেতু সিভিতেই পায় তাই সিভি লেখা যদি মানসম্পন্ন না হয় তখন তাকে আর ২য় সুযোগ দেয়া হয় না। একটা আদর্শ সিভি কেমন হবে লেকচার দিয়ে একটা স্যাম্পল দেখালো ইউরোপাস নামের ওয়েবসাইট থেকে, বললো, সবাই এই ওয়েবে স্যাম্পলটা দেখে নিও। কাজে লাগবে। আমার কাছে মনে হলো শেয়ার করার মত বিষয় তাই শেয়ার করলাম।

একজনেরও যদি কাজে লাগে তাহলেই পোস্টটা লেখা স্বার্থক মনে করবো। Click This Link এই লিংক থেকে আদর্শ CV স্যাম্পল দেখে নিতে পারেন। ইংরেজী ভাষায় ২টি স্যাম্পল সিভি রয়েছে। সেগুলো দেখে নিন অথবা আগামীতে CV লেখা নিয়ে আমি একটা পোস্ট দিব সেটার দিকে নজর রাখুন। বন্ধুরা, আমাদের মেধাবী ব্লগাররা খুব অল্প সময়েই প্রশ্ন ২টার সমাধান করে ফেলেছে।

১মটার উত্তর : আজ-কাল-পরশু অথবা ইংরেজীতে Yesterday-Today-Tomorow ২য় প্রশ্নের উত্তর: আপনি গাড়ি থেকে নেমে বন্ধুকে বলবেন বৃদ্ধাকে নিয়ে যেতে (বন্ধুর কাছ থেকে পরে গাড়ি নিয়ে নিবেন মনে করে ) আর আপনার স্বপ্নের মানুষটাকে পেয়ে তাকে বরন করে নিবেন। ইন্টারভিয়্যুতে বিজয় হোক। তবে CV একবার দেখে নিন, কাজের বস্তু! ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।