আমাদের কথা খুঁজে নিন

   

মনে মনান্তর -৪

দিন বদলের সপ্নটাকে হারিয়ে ফেলনা.. পাল্টে দেবার সপ্ন আমার এখনো গেলনা............

১. বাসায় রান্না করার মত অনেক কিছুই থাকে। আবার রান্না করাও থাকে। তবু কেন যে বাইরে খেতে মেন চায়। বিশেষ করে - কাজ থেকে ফেরার সময়। আমি আর আমার বুড়ি একই সাথে কাজ থেকে ফিরি।

দুজনেই জানি বাসায় কি খাবার আছে। কিন্তু প্রতিদিন ই আমরা একজন আরেকজনকে বলি - আজকে কি খাব। এটা এক মজার খেলা। আমরা মনে হয় দুইজনেই চাই - অন্যজন বলুক - আমার বাইরে খেতে ইচ্ছা করছে। আমার ছেলেটাও মনে হয় হচ্ছে একই রকম।

সেদিন মুখের সামনে নুডলস ধরেছি। বলে - চুশি চুশি। মানে হল সুশি খাবে। আমিত থঃ। ব্যাটা বলে কি!! ছেলেটাও গেল।

২. বাউল গান খুব ভাল লাগে। আমার মনে হয়- যেকোন বাউল গানের মধ্যে একটা সরলতা থাকে। আমার মত অল্প বুদ্ধির লোকদের জন্য এটা খুবই দরকার। বেশি চিন্তা করতে হয় না। আমার কাছে বাউল গান হল ভাতের মত।

ভাত যেমন সহজে খাওয়া যায় - বাউল গানও সহজে শোনা যায়। মাঝে মাঝে মনে হয় বাউল হয়ে যাই। আমি আর আমার পোনাটা। বাউল হয়ে হাইওয়ের পাশ দিয়ে হেটে যাচ্ছি। বড় বাউল আর পোনা বাউল।

আমি কি করে বাস করিব সেই ঘরেরে.......... তুই সে আমার মন........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।