আমাদের কথা খুঁজে নিন

   

না প্রেম না ভালবাসা



কৈশোর পেরিয়ে কেবল যৌবনে পা রাখছি। দেখা হলে বন্ধু প্রিয়ার সাথে। দেখালো অনেক স্বপ্ন-শুধুই ভালবাসার। বিশ্বাসে হাত রাখলাম তার হাতে। পায়ে পায়ে এগিয়ে গেলাম-অনেক দুর। স্বপ্নের মাঝে পেরিয়ে গেল সকাল দুপুর স্বপ্ন ভঙ্গ হতেই দেখলাম- প্রিয়ার অন্যের হাতে হাত রেখে এগিয়ে যাওয়া তার দুচোখে নতুন স্বপ্ন- আমি হারিয়ে যাই অন্ধকারে কেউ এসে বলে না- আমি আছি ভয় কি নতুন করে স্বপ্ন দেখার সেই কবে ভালবাসার স্নিগ্ধ স্পর্শে জেগে উঠেছিলাম মনে পড়ে না; শুধু অন্ধকারটুকু টের পাই মনের ভিতর নিকষ কালো অন্ধকারে প্রিয়ার হেটে চলা যেন কোন অশরীরি আত্মার চলে যাওয়া কিংবা চাঁদের ফুরফুরে জোছনায় মিটি মিটি হাসি এই বুঝি এলে- আমি আছি তোমারই মিথ্যে মরিচিকার আশায় বসে থাকা দরজায় শব্দ হলেই হাত বাড়িয়ে দেওয়া না এবারও না- আশায় থাকি কত কাল কত যুগ- আসবে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।