আমাদের কথা খুঁজে নিন

   

মান - অভিমান

এই ব্লগের সব লেখা সর্বস্বত্ব সংরক্ষিত
কৈ রে পঁচা নাকটি বোঁচা কোথায় গেলি বল ? আয় রে সোনা দুষ্টু বাবু আম কুড়াতে চল । চোখ পেকেছে হাম্প করেছে গাল ফুলেছে তাই, মান ভাঙ্গাবে তার যে আজি সাধ্য কারো নাই। একটু না হয় জোর গলাতে না করেছি আমি, তাই বলে কি যায়না ধরে চোখের তোর ঐ পানি ? এই নে তবে ঘুড়ি লাটাই চল উড়িয়ে আসি, হচ্ছে রাখা ঠোট টিপে ঐ দুষ্টু মাখা হাসি ? গুল্টু বাবু কুমড়ো পটাশ পিটিশ পিটিশ চায়, কাঁপিয়ে জগৎ ঝাপিয়ে পড়ে মায়ের কোলে আয় ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।