আমাদের কথা খুঁজে নিন

   

আসুন ছবি আঁকা শিখি

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই।

আঁকিবুকির ধৈর্য আমার কোনকালেই ছিল না। সংগত কারনেই ছোটবেলার সবচাইতে ভীতিকর পরীক্ষার ছিল- "ড্রইং পরীক্ষা"! কারন গ্রামের দৃশ্য ছাড়া আর কিছুই তেমন ভাল আঁকতে পারতাম না, এখনো পারিনা এসএসসি আর এইচএসসিতে বায়োলজির চিত্রগুলো নিয়েও ব্যাপক ভুগতে হয়েছে বুড়ো বয়সে ঐদিন হুট করে হুজুগ উঠল- আঁকিবুকি শিখব। গুগল মামা থাকতে আর চিন্তা কি?! সার্চ করতেই পেয়ে গেলাম ছবি আঁকা শেখার অসাধারন একটা বই- "Art of Drawing: The Complete Course" #### রিজিউমেবল ডাউনলোড লিঙ্ক #### বইটা পড়ে পেন্সিল ঘোরানোর নানান কায়দাপাতি থেকে শুরু করে শেড দেয়া, টোন সিলেকশন এর মত নতুন নতুন সব ট্রিক্স জানতে পারলাম। খুব গুছিয়ে সহজ ভাষায় লেখা চমৎকার একটা বই, তাই শেয়ার করার লোভ সামলানো গেলনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।