আমাদের কথা খুঁজে নিন

   

"Stealth" মুভি রিভিউ + ডাউনলোড। আমেরিকার ইতিহাসে অনাকাঙ্কিত বিগেস্ট লসের শিকার হয়া একটা সাইন্স ফিকশান একশান মুভি

মুক্ত
স্টোরিঃ আমেরিকার বিমান বাহীনির যুদ্ধ মিশনের জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি পাইলট বিহীন রোবট নির্ভর যুদ্ধ বিমান তৈরি করা হয় যার নাম এডি। এ বিমানের বিশেষত হচ্ছে বিমানটি মানুষের মত ভাল মন্দ বিচার করে নিজে নিজেই সিদ্ধান্ত গ্রহন করতে পারে এবং মানুষের মত অন্যের দেখে দেখে নতুন জিনিস থেকে শিক্ষা গ্রহন করতে পারে। বিমানটিতে অত্যাধুনিক সব সেন্সর, ক্যামেরা, কম্পিউটিং প্রযুক্তি, ইউনিক আগ্নেঅস্ত্র বহন এবং ক্ষেপণ করার ক্ষমতা যুক্ত করা হয়। এসব দেখে এডিকে সবাই ভবিষ্যতের মানুষের বিকপ্ল যুদ্ধ জাহাজ হিসাবে ভাবতে থাকে। তো এডি আসলেই ভবিষ্যতের ভরসা যোগ্য যুদ্ধ জাহাজ হতে পারবে কিনা সেজন্য এডিকে পরীক্ষামূলকভাবে কয়েকটি বাস্তব সিক্রেট মিশনে অংশগ্রহন করানো হবে... আর মিশনে এডির সঙ্গী হিসেবে থাকবে আমারিকার বেস্ট ৩ জন পাইলট।

তো প্রথম মিশনে এডিকে ঐ ৩ জন পাইলটের সাথে পাঠানো হয় শুধু মাত্র যুদ্ধ কিভাবে পরিচালনা করতে হয় সেটা শেখার জন্য। মিশনে এডিসহ বাকি ৩ জন পাইলট অংশগ্রন করে। কিন্তু মিশনটিতে অংশগ্রহন পাইলটদের জন্য বিপদজনক হতে পারে তাই বেজ থেকে নির্দেশ আসে মিশনটি ক্যান্সিল করার জন্য। কিন্তু তাদের মধ্যে যে মেইন কমান্ডিং পাইলট ছিল (ট্যালেন্ট ওয়ান) সে বেজ থেকে আসা নিশেধাক্কা অমান্য করে মিশনটিতে অংশ নেয় এবং ভালভাবেই কমপ্লিট করে। স্বাভাবিকভাবেই সবাই পাইলটটিকে নিয়ে গর্ব করে বিপদজনক মিশন সাকসেসফুল করার জন্য।

কিন্তু পরে সমস্যা বাধে এডিকে নিয়ে। এডিকে সেই মিশনে পাঠানো হয়েছিল শেখার জন্যই। আর এডি মিশনটা থেকে এটা ধরে নেয় যে, মিশনে যদি কোন বাধা বা নিষেধাক্কা আসে তবে সেটা না উপেক্ষা করে মিশনকে যেভাবেই হোক কমপ্লিট করতে হবে। এদিকে অন্য আরেক ঝামেলা বাধে মিশনটি থেকে বেজে ফেরার সময় এডির বিমানে বজ্রপাত হয়। এরপর থেকে এডি বিভিন্ন পাগলামো করা শুরু করে।

এডির প্রোগ্রামে নতুন কিছু এলোমেলো প্রোগ্রাম কাজ করতে থাকে। তারউপর এডির এই ক্রুটি সহই তাদেরকে আরেকটি মিশনে যেতে বলা হয়। পথে এই মিশনটি পরমানু অস্ত্র ভিত্তিক হওয়ায় এলাকার অধিবাসীদের যান মালের ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এ মিশনটিও বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এডি আগের মিশনে ট্যালেন্ট ওয়ানের থেকে যে শিক্ষা পেয়েছিল তার যের ধরে সে মিশনটি ক্যান্সিল করতে নাকোচ করে এবং সবার অস্বীকৃতিতে একাই মিশনটিতে অংশগ্রহন করে। এদিকে বেজের কম্পিউটার থেকে এডি সাইবেরিয়ান একটা সিক্রেট মিশনের ফাইল চুরি করে।

যেটার কোন অস্তিত্তই ছিল না। এবং এডি মিশনটি কমপ্লিট করবে বলে নিজে থেকেই টার্গেট নেয়। তাই এডি আগের মিশনটি কমপ্লিট করেই সাইবেরিয়ান মিশনের উদ্দেশ্যে নিজে থেকেই রওনা হয়। কিন্তু এই মিশনের ফাইলটা ফেক ছিল। তাই এডি যদি সত্যি মিশনটিতে অংশ নেয় তাহলে অনেক সাধারন মানুষের মারা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে।

তাই বেজ থেকে নির্দেশ আসে এডিকে যেভাবেই হোক আটকানোর জন্য। নির্দেশ অনুযায়ী এডিকে আটকাতে তার পিছু করতে গিয়ে একটা পাইলট নিহত হয় এবং বাকি দুজনের একজন কোরিয়াতে এবং আরেকজন আলাস্কাতে নিজেদের জীবন বাচাতে বড় রকমের যুদ্ধের সম্মখিন হয়। কারন তারা সে সব দেশে অনুমুতি ছাড়া অবৈধ ভাবে বিমান নিয়ে প্রবেশ করে। তার উপর তাদের সাথে পুরনো শত্রুতা তো ছিলই। এবং শেষে এডিই আবার তাদের বাচাতে এগিয়ে আসে... বিস্তারিত এবং বাকিটা কি হবে নিজেই দেখে নিয়েন মুভি থেকে... মুভিটি নির্মান খরচঃ $135,000,000 ইউ.এস ডলার, ১৩৫ মিলিওন ডলার।

আর বাংলাদেশী টাকাই 1,080,00,00,000/- টাকা। ১ হাজার ৮০ কোটি টাকা। টোটাল ইনকামঃ $76,932,872 ইউ.এস ডলার। আর বাংলাদেশী টাকাই 615,46,29,760/- টাকা। ৬১৫ কোটি ৪৬ লাখ... টাকা।

টোটাল লসঃ 464,53,70,240/- টাকা 464 কোটি 53 লাখ... টাকা। মুভিটি আমেরিকার মুভির ইতিহাসে অনেক বড় লোকসানের শিকার হয়। যেটা এই মুভির জন্য মোটেও প্রাপ্য ছিলনা। কারন এটা অনেক ভাল মানের একটা মুভি। দেখলেই বুঝতে পারবেন।

রিলিজ ডেট ছিলঃ ২৯ জুলাই ২০০৫ আরও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন... http://www.imdb.com/title/tt0382992/ ডাউনলোড লিঙ্কঃ... http://uptobox.com/irljon2wetmx File Info: Rip Catagory: Bluray Ripped ( HD ) Format: avi File Size: 925MB Duration: 2h 44sec Subtitle: No Video:- Codec: AVC (Advance Video Codec) Bit Rate: 1071 kbps Width: 1280 pixels Height: 544 pixels Frame Rate: 23.976 fps Audio:- Dual Audio: Yes Eng & Hindi. Format: AC-3 ( Audio Coding 3) Sample Rate: 48.0 KHz Channels: 2 ( Front L. R. ) Audio Stream Size: English= 111 MB & Hindi= 111MB Switching Audio Stream: Ctrl+KmPlayer) & Alt+A(PotPlayer) নিচে কিছু স্ক্রিনশট দিলামঃ http://i.imgur.com/YskePEj.png http://i.imgur.com/TPwFQnf.png http://i.imgur.com/LLlGk2G.png http://i.imgur.com/GnDK0wG.png http://i.imgur.com/aUGmfPb.jpg http://i.imgur.com/VVZg9sr.png http://i.imgur.com/MNFKowJ.png http://i.imgur.com/m9CJ5Lt.jpg http://i.imgur.com/iz2C3yE.png http://i.imgur.com/9qhMVxa.png http://i.imgur.com/zg54Swf.png http://i.imgur.com/tuAREFQ.png http://i.imgur.com/nIOpsyH.jpg http://i.imgur.com/rsaEIZz.png http://i.imgur.com/w6vxnsb.png
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।