আমাদের কথা খুঁজে নিন

   

গোপি বহু ও প্রান প্রিয় রাশি আমার....আমাকে রক্ষা কর।স্টার প্লাস আর জলসাতে ঝলসিত আমরা

www.banasree.com

"পৌষ" এর একটা ব্লগের সূত্র ধরেই আমার লেখা সবাই বিপদে আছি , ভালো কোনো সলুসান পাচ্ছিনা। পারিবারিক কলহ আর পরকিয়া নিয়ে রচিত তথাকথিত মেগা সিরিয়াল আর দেখতে মন চাইনা। যখনই দেখি বাসার মহিলারা অবসরে আছে ঠিক তখনি টিভি আর টিভি আর টিভি মানেই স্টার প্লাস আর না হয় স্টার জলসাতে চোখ। আল্লাহর অশেষ শুকরিয়া যে এখোনো আমাদের দেশে বাস্তবে সেই পরিস্থিতি হই নাই কিন্তু এ যেন তারই পুর্বাভাস। পরিবারে মহিলারা একটা সময় শুধু দেশি সিরিয়াল "আয়োময়ো, কোথাও কেউ নেই অথবা আলিফ লাইলা টাইপের " সিরিয়াল দেখতো অথবা কোনো ভালো মুভি দেখতো কিন্তু নয়া নয়া এক কঠিন বিপদে পড়ছি এমনকি নতুন বুয়াটা পর্যন্ত আইসা আমাদের বাড়ির মহিলা সমাজে রিতিমত তোলপাড় শুরু করে দিছে এই স্টার প্লাস দেখার জন্য আপনারা যারা ঢাকাই থাকেন তারা নিশ্চয়ই অবগত যে একটা বুয়া পাওয়া কত কষ্ট সাধ্য ব্যাপার আর তাই যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয় এই থিওরিতে তাকে ঠিক ঐ সময়টাই কোনো কাজ দেয়া হইনা...। কিন্তু বিপদের বিষয় বাসার লোকজনও এখন এই সিরিয়ালের ফ্যান হইয়া গেছে। আমি আসু মুক্তি চাই । আর তাই আজ রিতিমত টিভি বন্ধ করে রেখেছি , এমন কি আমার বেড রুমেরটাও বন্ধ। গোপি বহু আমার খ্যামা করো ..। মুক্তি দাও রাশি বোন আমার ......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।