আমাদের কথা খুঁজে নিন

   

বিন লাদেনের মরদেহ সাগরে!



ওসামা বিন লাদেনের সমাধিস্থল 'সন্ত্রাসীদের তীর্থস্থল' হয়ে উঠুক- তা চায়নি যুক্তরাষ্ট্র। এ কারণে তার মরদেহ সাগরে 'সমাহিত' করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন পাকিস্তানে নিহত হওয়ার পর তার মরদেহ প্রথমে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। পরে তা সাগরে 'দাফন' করা হয়। অবশ্য যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানকিভাবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি।

রোববার রাতে ইসলামাবাদে মার্কিন বাহিনীর অভিযানে লাদেন নিহত হওয়ার খবরে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করতে বাংলাদেশ সময় সোমবার সকালে টেলিভিশনে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওসামা বিন লাদেনের মরদেহের 'ভাগ্যে' কী ঘটবে- তাৎক্ষণিকভাবে এ প্রশ্ন ওঠার পর যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছিলেন, ইসলামী রীতি অনুযায়ীই তাকে দাফন করা হবে। কিন্তু এতো অল্প সময়ের মধ্যে মরদেহ সমাহিত করা হলে লাদেনের মৃত্যু নিয়েই যে সন্দেহ তৈরি হতে পারে- এ বিষয়টিও জানা ছিলো তাদের। এ কারণে তারা 'মৃত্যুর পর যতো দ্রুত সম্ভব' দাফন করার ইসলামী বিধানের উদ্ধৃতি টানছেন।

তারা বলছেন, কাউকে সাগরে 'দাফন' করার ঘটনা বিরল হলেও ইসলামী আইনের পরিপন্থী নয়। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, "বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর মরদেহ নিতে চায়- এমন দেশ খুঁজে পাওয়া কঠিন। " ওই কর্মকর্তা বলেন, "বিন লাদেনকে সাগরে দাফন করা হয়েছে। কারণ তার সমাধিস্থল সন্ত্রাসীদের তীর্থস্থল হোক যুক্তরাষ্ট্র তা চায়নি। " কয়েকটি ইসলামী ওয়েবসাইটের বরাত দিয়ে গার্ডিয়ান লিখেছে, বিশেষ পরিস্থিতিতে মুসলিমদের মরদেহ সাগরে 'দাফন' করার বিধান রয়েছে।

যেমন সমুদ্রে দীর্ঘ যাত্রায় কেউ মারা গেলে অথবা শত্র"পক্ষ কবর থেকে লাশ তুলে নিতে পারে- এমন আশঙ্কা থাকলে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সাগরে 'দাফন' করা যেতে পারে। বিন লাদেনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই যুক্তি দেখাতে পারে বলে গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।