আমাদের কথা খুঁজে নিন

   

সিপিএমের গান



সকালে উঠিয়া আমি গনশক্তি পড়ি। সারাদিন আমি তাই সিপিএম করি। । অফিসের কাজ আমি কিছু না করি। সারাদিন দলবাজী আর তাস খেলি।

। গরীব মানুষ যদি আসে কোন কাজে। স্বত্তর বিদায় করি রুঢ় ব্যবহারে। । প্রতিবাদী কেউ যদি ন্যায় চাহে আর।

অনিষ্ট করিতে তার থাকি তৎপর। । চারটে বাজলেই আমি দৌড়াই বাড়ি। সন্ধ্যাবেলায় আমার আবার স্পেশাল ডিউটি। ।

এলাকায় বিরোধী যখনই কেউ দেখি। রাতের অন্ধকারে তারে মারি হুমকি। । তাতেও যদি না কিছু কাজের কাজ হয়। বাধ্য হয়ে তার সর্বনাশের চেষ্টা করতে হয়।

। এমনই চলিতেছিল কাটিতেছিল দিন। সে আনন্দের ফানুসে মোর কে লাগাল পিন। । পরিবর্তন আসিতেছে গাহিছে সবে গান।

প্রাণপনে চাপি তাই নিজের চোখ-কান। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।