আমাদের কথা খুঁজে নিন

   

The Second Chance..

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়।

তারা সবাই আমার বিছানার দিকে তাকিয়ে ছিল.. আমি আমার শয়নকক্ষে ফিরে গেলাম.. নিজেকে শুধালাম, আমি কি মৃত? কোথায় আমার স্ত্রী, সন্তান, মা-বাবা আর বন্ধু-বান্ধব? আমি তাদেরকে পাশের কামরায় দেখতে পেলাম। তারা সবাই কাদছিল আর একে অপরকে স্বান্তনা দেয়ার চেষ্টা করছিল.. আমার স্ত্রী কাদছিল। তাকে আসলেই শোকে মূহ্যমান মনে হচ্ছিল.. আমার ছোট্ট বাচ্চাটি তখনও বুঝে উঠতে পারছিল না কী ঘটেছে? কিন্তু সেও কাদছিল কারণ তার মায়ের কান্না তার মাঝে সংক্রমিত হয়েছিল.. আমি কীভাবে আমার ছোট্ট বাবুটিকে না বলে যেতে পারি, যাকে সত্যিই আমি ভালোবাসি, যার দেখাশোনা করি। কীভাবে আমার স্ত্রীকে না বলে যেতে পারি, যে আসলেই অত্যন্ত সুন্দরী আর বিশ্বের সবচাইতে স্বামীপরায়ণা, যত্নশীলা স্ত্রী.. আমি কীভাবে সেই পিতা-মাতাকে না বলে চলে যাই, যাদের কারণেই আমি এ ধরায় এসেছি.. কীভাবে আমি আমার বন্ধুদের না জানিয়ে যাই, হয়তো তাদের অনুপস্থিতিতেই আমি আমার জীবনের বেশিরভাগ ভুল করতাম, ধন্যবাদ তাদেরকে কারণ আমার প্রয়োজনের মুহূর্তে তারা ছিল আমারই পাশে।

আর দূ:খিত এজন্য যে তাদের প্রয়োজনের মুহূর্তে আমি থাকতে পারিনি.. আমি একজন লোককে এক কোণে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে কাঁদতে দেখলাম.. ওহ! একদা সে ছিল আমার সবচাইতে প্রিয় বন্ধু। কিন্তু একটি ছোট্ট ভুল বোঝাবুঝি আমাদেরকে পৃথক করেছিল। আমাদের দু’জনেরই যথেষ্ট জেদ ছিল যা আমাদেরকে বিচ্ছিন্ন রাখে... আমি সেখানে গিয়ে প্রিয় বন্ধু বলে তার দিকে হাত বাড়িয়ে দিলাম... আমি শুধুই সবকিছুর জন্য দু:খ প্রকাশ করতে চাই। আর বলতে চাই, আমরা এখনো সর্বোত্তম বন্ধু, দয়াকরে আমাকে ক্ষমা কর.. তার দিক থেকে কোন সাড়া নেই। কী হয়েছে? আমি দু:খ প্রকাশ করার পরও সে তার জেদ ধরে রেখেছে? আমি আবারও বিরক্ত হলাম।

আমি এসব লোককে পাত্তা দেই না... কিন্তু, এক সেকেন্ড... সে মনে হয় আমাকে দেখতে পাচ্ছে না। সে আমার বাড়িয়ে দেয়া হাতটি দেখতে পায়নি... হায় আল্লাহ! আমি কি সত্যিই মৃত? আমি বসে পড়লাম, কাদতে চাইলাম... হে, সর্বশক্তিমান!!! দয়া করে আমাকে আর ক’টা দিন সময় দিন.. আমি শুধু আমার স্ত্রী, মা-বাবা, বন্ধু-বান্ধবদের বোঝাতে চাই, আমি তাদের কতটা ভালোবাসি। আমার স্ত্রী কক্ষে প্রবেশ করলো। তাকে সুন্দর দেখাচ্ছে.. আমি চিতকার করে বল্লাম, তুমি সুন্দর! সে আমার কথা শুনল না। বস্তুত: সে কখনোই এ কথাগুলো শুনেনি কারণ আমি কখনো তাকে এ কথাগুলো বলিনি.. আল্লাহ! আমি কাতরে উঠলাম, দয়া কর, সামান্য একটু সময় দাও!! আমি আর্তনাদ করে উঠলাম.. আর একটা সুযোগ.. আমার প্রিয় সন্তানটিকে জড়িয়ে ধরতে.. একবারের জন্য মায়ের মুখে হাসি ফোটাতে...একবার শুধু একবারের জন্য আমার বাবাকে আমার জন্য গর্বিত করতে...বন্ধুদের একবারের জন্য স্যরি বলতে... এবং এখনো আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ জানাতে.. একবার শুধু একবার...জীবনের সবগুলো ভুলের প্রায়শ্চিত্য করতে.... তারপর আমি উপরে তাকিয়ে কাঁদতে লাগলাম!!! চিতকার করলাম..... আল্লাহ! একটা সুযোগ, প্লিজ..... হঠাত আমার স্ত্রীর কণ্ঠ পেলাম।

মৃদু ধাক্কা দিয়ে আমায় জাগিয়ে তুলছে আর বলছে, তুমি কি দু:স্বপ্ন দেখছ? আমি ঘুমাচ্ছিলাম.... ওহ! এটা একটা স্বপ্ন ছিল.... আমার স্ত্রী আমাকে শুনতে পাচ্ছিল.... আমার জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত এটা.... আমি তাকে জড়িয়ে ধরলাম এবং ফিসফিসিয়ে বল্লাম.. তুমি জগতের সবচাইতে সুন্দরী আর যত্নশীলা স্ত্রী... আমি সত্যিই তোমাকে ভালোবাসি.... আমি বুঝতে পারলাম না তার অশ্রুভরা নয়ন আর হাসি মাখা মুখের রহস্য... তবুও আমি সুখি.... ধন্যবাদ, হে প্রভূ... এই দ্বিতীয় সুযোগটার জন্য.... দ্র: বন্ধু জয়ের পাঠানো একটি মেইলের অনুবাদ MORAL: We cannot start again with "love all "as like Tennis Match; it's our life match.. SO, Now its not late.. let’s forget Egos, Past... and Express love to others... Be friendly... Keep smiling... forever.... We may not get another chance…..???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।