আমাদের কথা খুঁজে নিন

   

কেন আমাদের এমন উপন্যাস পড়তে হবে ? পদ্মা নদীর মাঝি ও হাজার বছর ধরে উপন্যাস নিয়ে কিছু কথা ।



আরেকটি বার আমাদের পদ্মা নদীর মাঝি উপন্যাস টি পড়ে পরীক্ষা দিতে যেতে হবে । আমি বুঝিনা ( যদিও আমি অনেক কম বুঝি ) কেন এমন উপন্যাস আমাদের পাঠ্যসূচি তে অন্তর্ভুক্ত করা হবে ? এর আগে পড়ে এসেছি হাজার বছর ধরে । অবশ্যই অসাধারন একটি উপন্যাস কিন্তু সেখান এর টুনি মন্তু এবং পদ্মা নদীর মাঝি তে কুবের কপিলা পরকিয়া দ্বারা কি শিক্ষা দেওয়া হচ্ছে ? বড়রা আমাদের এই কি শিখাচ্ছে যাতে আমরা বিবাওত্তর সম্পর্ক কে সাধারন ভাবতে শুরু করি । আমরা যে সমাজ এ বাস করি তাতে অবশ্যই পরকিয়া এত বেশি আকার ধারন করেনি যাতে করে ৪ টা বছর ছাত্র ছাত্রী কে সহপাঠ এর নামে এইসব পরানো হবে ? আমি কোন ভাবেই এইসব লিখাকে ছোট করছি না । দুই টি উপন্যাস আমি সব থেকে বেশি বার পরছি , প্রায় ২০ বার এর উপরে , দুই টাই । ভাল লাগে অনেক পড়তে কিন্তু এটার বদলে অন্য শিক্ষা মুলক এবং সময় উপযোগী কোন উপন্যাস দেবার সময় কি আসে নি ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।