আমাদের কথা খুঁজে নিন

   

মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচলে বিঘ্ন

শনিবার রাত ৮টার দিকে দুই ঘাটে অন্তত তিনশ’ যানবাহন আটকা পড়ে বলে বিআইডব্লিউটিসি জানিয়েছে।
বিআইডব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, প্রবল স্রোতের সঙ্গে রয়েছে বৃষ্টি ও বাতাস। তাই ফেরিগুলোর গন্তব্যে আসতে আধঘণ্টা থেকে পৌনে একঘণ্টা বেশি সময় লাগছে।
দুইটি রো রো ফেরিসহ ১৩টি ফেরি চলাচল করলেও উভয়াপাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কাওড়াকান্দির অবস্থা বেশি খারাপ।
বিআইডব্লিউটিএ-এর মেরিন অফিসার একএম শাজাহান জানান, গত ২৪ ঘণ্টায় এখানে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্রোতও বেড়েছে।
আর বৃষ্টির কারণে ঘাট পিচ্ছিল হওয়ায় যানবাহন ফেরিতে ওঠানামায় বেশি সময় লাগছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।