আমাদের কথা খুঁজে নিন

   

মা আমরা তোমাকে অনেক ভালবাসি

আমি জীবনের সাথে যুদ্ধ করতে চাই না, জীবনেক সুন্দর ভাবে গড়ে তুলতে চাই।

মাঝে মাঝে নিজেকে বড় হতভাগা মনে হয় আবার মাঝে মাঝে নিজেকে অনেক ভাগ্যবান মনে হয় । হতভাগা মনে হয় তখন যখন ভাবি মায়ের আদর মমতা স্নেহ কেমন তা বুঝার আগেই আমাদের মা অসুস্থ হয়ে পড়েন । এমন অসুস্থতা (প‌্যারালাইজ) ) যার থেকে এখনও সুস্থ হতে পারেননি । আর কোন দিন সুস্থ হবেন কিনা জানিনা বরং এখন অবস্থা আর খারাপ হচ্ছে ।

অনেক চিকিৎসা করার পরেও মাকে সুস্থ করানো যায়নি । এতিদন হাঁটতে হলেও পারত কিন্তু গত ২৪ দিন ধরে বিছানা থেকেই উঠতে পারেছেন না । আমরা বড় ভাই বোনেরা একটু হলেও আদর পেয়েছি কিন্তু আমার ছোট বোন একটুও পায়নি । তার বয়স যখন মাত্র দুই মাস তখন থেকেই মা অসুস্থ । যখন দেখি কোন মা তার সন্তানকে আদর করছে বা মাথা আছঁড়িয়ে দিচ্ছে বা শাসন করছে তখন নিজের অজান্তে দু চোখের কোণে জল এসে যায় ।

মা ভাল থাকলে হয়ত আমাদের জীবনটা আর বেশি সাজানো গোছানো হত । আর ভাগ্যবান মনে হয় তখন যখন ভাবি কয়জন ছেলে-মেয়েই বা এত অল্প বয়স থেকে মায়ের সেবা করতে পারে ! আমরা সে সুযোগ পেয়েছি । আমরা আমাদের মায়ের অনেক খেয়াল রাখি । এমনকি আমার ভাইয়া সময় পেলে মায়ের মাথা আছঁড়িয়ে দেয় । তখন মা হাসেন ।

আমার আব্বুও মায়ের অনেক খেয়াল রাখেন । এমনকি মায়ের অসুস্থতার পর প্রথম ৩ বছর তিনিই আমাদের রান্না করে খাওয়াতেন ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।