আমাদের কথা খুঁজে নিন

   

সকল হিমুরা!

We can easily forgive a child who is afraid of the dark; the real tragedy of life is when men are afraid of the light. ----------Plato

ব্লগে হিমুর কয়জন ভক্ত আছেন? আমি অবশ্যই একা না। এ পর্যন্ত হিমু নামধারী ২৩ টা বই বেরিয়েছে, যার মধ্যে ২০ টা হল হিমু কে নিয়ে লেখা। যা হোক, হিমুর সবগুলা বই যাদের সংগ্রহে আছে, তারা তো ভালোই আছেন। যাদের সংগ্রহে নেই তাদের জন্য এই উৎসর্গ করলাম। বইগুলা পেতে হলে নিচে দেখেন! ১।

ময়ুরাক্ষী (১৯৯০ সাল) ২। দরজার ওপাশে (১৯৯২) ৩। হিমু (১৯৯৩) ৪। পারাপার (১৯৯৪) ৫। এবং হিমু... (১৯৯৫) ৬।

হিমুর হাতে কয়েকটি নীল পদ্ম (১৯৯৬) ৭। হিমুর দ্বিতীয় প্রহর (১৯৯৭) ৮। হিমুর রুপালি রাত্রি (১৯৯৮) ৯। একজন হিমু এবং কয়েকটি ঝিঁ ঝিঁ পোকা (১৯৯৯) ১০। তোমাদের এই নগরে (২০০০) ১১।

চলে যায় বসন্তের দিন (২০০১) ১২। সে আসে ধীরে (২০০৩) ১৩। আঙ্গুল কাটা জগ্লু ২০০৫ ১৪। হলুদ হিমু কালো র‍্যাব ২০০৬ ১৫। আজ হিমুর বিয়ে ২০০৭ ১৬।

হিমু রিমান্ডে ১৭। হিমুর মধ্যদুপুর ২০০৯ ১৮। হিমুর নীল জোছনা ১৯। হিমুর আছে জল ২০। হিমু এবং একটি রাশিয়ান পরী এবার হিমু নামধারী তিনটি বই, ১।

হিমুর বাবার কথামালা (যারা কোন মুভির বিশেষ করে আনিমেটেড মুভির ব্লুরে কিনেছেন, তারা দেখবেন,কোন কোন সময় ঐ মুভির সাথে একটা অ্যাডিশনাল শর্ট ইনক্লুড থাকে। হিমুর বাবার কথামালা সেই রকম। হিমুর মধ্যদুপুরের অ্যাডিশনাল। ) ২। হিমু মামা (এটা নরম্যাল একটা উপন্যাস, একজন হিমু হতে চায়, যাকে দিয়ে গল্পের ঘটনা গুলা তুলে আনা হচ্ছে, ঐ জন [যে হিমু হতে চায়] তার মামা) ৩।

হিমুর একান্ত সাক্ষাৎকার (ছোট গল্পের বই। শেষের গল্পটার উপর ভিত্তি করে মনে হয় নামকরণ করা হয়েছে। এই বই সম্পর্কে হুমায়ূন আহমেদ মন্তব্য করেছিলেন যে প্রকাশকদের ধারণা বইয়ের সাথে হিমুর নাম থাকলে কাটতি বেশী হয়! প্রকাশকের তো কানের নিচে বন!! পরিশেষে, হিমু মামা বইটার লিঙ্ক দিতে পারলাম না বলে ক্ষমা করে দিবেন। আমি চেষ্টা করসিলাম। কেউ যদি পান, দিয়া দিয়েন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।