আমাদের কথা খুঁজে নিন

   

বাঘে-মানুষে লড়াই

বাংলার জনগন

সুন্দরবনে বাঘের সঙ্গে ১৫ মিনিট লড়াই করেছেন আবদুল গনি গাজী (৪২) নামের এক মৌয়াল। শেষ পর্যন্ত জয়ী হয়ে জীবনের স্বাদ বুঝছেন তিনি। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশনের দায়েরগাং খালের ছোট কৈকারি এলাকায় চলে বাঘ-মানুষের এ লড়াই। বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে আসা আবদুল গনির বাড়ি জেলার শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামে। আহত আবদুল গনির সঙ্গী সোহবার আলী গাজী ও শহীদ খাঁ জানান, বাঘের আক্রমণে আহত আবদুল গনিসহ নয়জন সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন থেকে গত ৯ এপ্রিল এক মাসের জন্য সুন্দরবনে মধু সংগ্রহ করার পাস (অনুমতি) সংগ্রহ করেন।

আজ সকাল সাড়ে আটটার দিকে সুন্দরবনের ছোট কৈকারি এলাকায় মধু সংগ্রহের জন্য পৌঁছালে সামনে থাকা আবদুল গনির ওপর একটি বাঘ হঠাত্ আক্রমণ চালায়। তখন হাতে থাকা দা দিয়ে তিনি বাঘটিকে প্রতিহত করার চেষ্টা করতে থাকেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা একসঙ্গে লাঠি ও দা নিয়ে চিত্কার দিয়ে বাঘের ওপর পাল্টা হামলা চালান। প্রায় ১৫ মিনিট ধরে লড়াই চলার পর বাঘটি বনের মধ্যে চলে যায়। বাঘের আক্রমণে আবদুল গনির ঊরু, পা ও হাতে গুরুতর জখম হয়েছে।

তাঁকে উদ্ধার করে হরিনগর বাজারের পল্লি চিকিত্সক আক্কাজ গাজীর কাছে চিকিত্সা দেওয়া হচ্ছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা শাহাদাত্ হোসেন জানান, আবদুল গনিকে উন্নত চিকিত্সার জন্য সাতক্ষীরার নলতা হাসপাতালে পাঠানো হবে। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালি স্টেশন কর্মকর্তা আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় রায়মঙ্গল নদীসংলগ্ন হোগলডুগি খালে জাল তোলার সময় সিরাজ গাজী নামের একজনের ওপর বাঘ আক্রমণ করে। এতে তিনি গুরুতর আহত হন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।