আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছেন হিন্দু ধর্মাবলম্বীরা..

মন্দিরের ঘন্টা আর ঘটা করে বাজছে না। শুধুমাত্র যতটুকু নিয়ম মানতে হয় তাই পালন হচ্ছে। এসকলই সারা দেশে জামাত-শিবিরের সহিংস সাম্প্রদায়িক ফল। সহিংস তান্ডব তছনছ করে দিয়েছে হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও ধর্মীয় জীবনযাত্রা। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতারা অভিযোগ করেছেন যে সাঈদীর রায় ঘোষণার পর থেকে সারাদেশে জামাত-শিবিরের ক্যাডাররা হিন্দুসম্প্রদায়ের এক হাজারেরও বেশী বাড়িঘর ভাঙচুর করেছে।

জামাত-শিবিরের তান্ডবের খন্ডচিত্রের কিছু নমুনা হচ্ছে, ২৮ ফেব্রুয়ারী, চট্টগ্রামের বাশঁখালিতে জামাতের হামলায় নিহত দয়াল হরি শীল (৬৫)। হরি শীলকে হত্যা করা ছাড়াও জামাতের ক্যাডাররা বাশঁখালির মন্দির ও বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়(প্রথম আলো, ৩/১)। একই দিন, কুমিল্লার ব্রাহ্মনপাড়ায়, হিন্দু সম্প্রদায়ের ২০টি ঘর পুড়িয়ে দেয়া হয়, যাতে আহত হন ১৬ জন। ভাঙচুর করা হয় বেগমগঞ্জের রায়গঞ্জ বাজারের বাইন্নাবাড়ির কালিমন্দিরসহ দুটি মন্দির ও ৮টি হিন্দুবাড়ি। সাতকানিয়ার ৮টি বাড়ি ও ১টি বৌদ্ধমন্দির।

আগুনে পুড়িয়ে দেয়া হয় চট্টগ্রামের চট্টেশ্বরীতে হিন্দুদের দোকান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা গ্রামের ৮টি ও ব্রাহ্মনডাঙা গ্রামের ৬টি বাড়ি (ঢাকাটাইমস, ৩/৩)। লুট করা হয় সিলেটের কানাইঘাটে হিন্দুদের দোকান। আগুন দেয়া হয় চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মন্দিরে, ভাঙচুর চালানো হয় দিনাজপুর সদর উপজেলার রাণীগঞ্জের উত্তর মহেশপুর গ্রামে বসাক পরিবারের ১১টি বাড়িতে। এছাড়াও মৌলভীবাজারের বড়লেখা, ‍ঠাকুরগায়ের গড়েয়া গ্রাম, চাপাইনবাবগঞ্জের কানসাট, সাতক্ষীরার শ্যামবাজার, বাগেরহাটের মোরেলগঞ্জ, রংপুরের মিঠাপুকুর, কুমিল্লার কসবাসহ সারাদেশে ১৯৭১, ৯০, ৯২, ও ২০০১ সালের মতো জামাত-শিবিরের নেতৃত্বে সাম্প্রদায়িক হামলা চালিয়ে ভাঙচুর, অগ্নিকান্ড, লুটপাট ও অত্যাচার করা হয়। স্বাধীনতার ৪২ বছর পরও যখন অমুসলিম সম্প্রদায়ের সদস্যদের ১৯৭১ সালের মতো প্রাণের মায়ায় স্বাতন্ত্র বিসর্জন দিতে হয়, তখন মনে হয় এ কেমন স্বাধীনতা এ কেমন স্বাধীন দেশ! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.