আমাদের কথা খুঁজে নিন

   

কাম ও নেশার মাতলামী।



মাতাল হাওয়া ঢাকার রাস্তায়, মাতালের মাতলামী মাতোয়ারা করেছে মোরে- আজ আমি মাতলামী করি টাকার নেশায়। মুক্তাঙ্গন থেকে রেসকোর্স টেকনাফ থেকে তেতুলিয়া এমনকি পৃথিবীর এপার ওপার উতাল হাওয়ায় ভাসে। আমি মাতাল ক্ষমতা আর অবহেলায়। মাতাল হাওয়া ছোট ছোট রংমহলে- শত্রু মিত্র মিলে । মাতলামী আজ মাতাল করেছে- কাম ও নেশায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।