আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহকে চাইনিজ বিমান ভেবে কৌতুকের জন্ম দিয়েছে ভারতীয় সেনারা

এডিটেড

চীনের গোয়েন্দা বিমান ভেবে ভারতের সেনাবাহিনী দুটি গ্রহকে ছয় মাস ধরে অনুসরণ করেছে বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। এতে সারাবিশ্বে হাস্যরসের খোড়াকে পরিণত হয়েছে ভারতীয় সেনাবাহিনী। কলকাতাভিত্তিক টেলিগ্রাফের বরাত দিয়ে শনিবার বিবিসি জানায়,চীনের গোয়েন্দা নজরদারি ধরতে গত আগস্ট থেকে ফেব্রুয়ারি পর্যন্ত চীনের মনুষ্যবিহীন বিমান(ড্রোন)ভেবে বৃহস্পতি ও শুক্র গ্রহ অনুসরণ করেছে ভারতীয় সেনাবাহিনী। এ সময় তারা চীনের সীমান্ত রেখা অতিক্রম করে ভারতের আকাশ সীমায় ঢোকা অজ্ঞাত বস্তুর ৩২৯টি ছবি সংগ্রহ করে। সেগুলো ১৫৫ বার সীমান্ত রেখা অতিক্রম করে বলে ভারতীয় সেনা কর্মকর্তারা জানান।

এরপর বিষয়টি যাচাইয়ের জন্য ভারতের জ্যোতির্পদার্থবিদদের শরণাপন্ন হয় সেনাবাহিনী। এ বিষয়ে জ্যোতির্বিদ তুষার প্রভু টেলিগ্রাফকে বলেন, “এসব অজ্ঞাত বস্তু মহাজাগতিক না বৈশ্বিক তা বের করার দায়িত্ব ছিল আমাদের। ” তারকাপুঞ্জের গতিবিধির সঙ্গে তুলনা করে জানা যায় সেগুলো গ্রহ। হিমালয় সীমান্ত এলাকা নিয়ে বিরোধের জের ধরে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। চীনের গোয়েন্দারা তাদের সীমান্তে অনুপ্রবেশ করেছে বলে প্রায়ই অভিযোগ করা হয় ভারতের পক্ষ থেকে।

কিন্তু চাইনিজ রাইফেলের নিচে অপদস্হ হয়ে কিছুই করতে পারেনা ভারত। এছাড়াও কাশ্মীর সীমান্তে দলে দলে পাকিস্তানী বিভিন্নবিদ্রোহী গ্রুপ দলে দলে প্রবেশ করলেও তাদের আটকানো সম্ভব হয়না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।