আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষআহত ৩



চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে ক্যাম্পাসের শাহ আমানত ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত এক ছাত্রকে চিকিত্সাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সও ভাঙচুর করা হয়। আহত ছাত্ররা হলেন ফলিত পদার্থবিদ্যা বিভাগের মেহরাব হোসেন, রাসেল আহমেদ এবং সামুদ্রিক বিজ্ঞান ইনস্টিটিউটের ফয়সাল সরকার। মেহরাব ও রাসেলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে মেহরাবের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ফয়সালকে বিশ্ববিদ্যালয় চিকিত্সাকেন্দ্রে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, শহর ও ক্যাম্পাসের মধ্যে চলাচলকারী শাটল ট্রেনভিত্তিক ছাত্রলীগের দুটি পক্ষ ‘ভার্সিটি এক্সপ্রেস’ (ভিএক্স) ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) সদস্যদের মধ্যে আজ বিকেল চারটা নাগাদ এ সংঘর্ষ ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিএফসির সমর্থক দুই ছাত্র বিকেলে এ এফ রহমান মাঠে ক্রিকেট খেলতে যান। কিন্তু ভিএক্সের সমর্থকেরা তাঁদের মাঠ থেকে বের করে দেন এবং ছাত্রাবাসে আসার পথে মারধর করেন।

পরে ভিএক্সের সমর্থকেরা শাহ আমানত ছাত্রাবাসের সামনে রাসেলকে, ছাত্রাবাসের ৪৩৫ নম্বর কক্ষে মেহরাবকে এবং ১১৪ নম্বর কক্ষে ফয়সালকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান প্রথম আলোকে জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। এতে তিন ছাত্র আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আকতার হোসেন জানান, আহত এক ছাত্রকে নিয়ে যাওয়ার সময় একদল উচ্ছৃঙ্খল ছাত্র সোহরাওয়ার্দী হলের সামনে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ভাঙচুর করেন। তিনি আরও জানান, তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আনিসুজ্জামান জানান, হামলার সঙ্গে জড়িত ছাত্রদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।