আমাদের কথা খুঁজে নিন

   

চুল পড়া (রম্য কথন)

পাপ কখনও পিছু ছাড়ে না আজ হোক কাল হোক সে মূল্য নিতে আসবেই ।
উত্তরাস্থ বাংলাদেশ মেডিক্যালে আমার মেঝ বোনের জামাই পেটের পীড়া জনিত রোগে কিছুদিন ভর্তি ছিল । আমি একদিন গেলাম তাকে দেখতে । দেখতে গিয়ে ভাবলাম যাক আজ যখন সময় করে হাসপাতালে আসাই হলো তো একটা ডাক্তার দেখিয়ে যাই । আমি ভাবলাম আমার চুল পড়ার সমস্যা নিয়ে ডাক্তারের সাথে আলাপ করি ।

তো গেলাম ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে । কাউন্টারে গিয়ে জানতে পারলাম এখানে রোগী দেখার দুটি সিস্টেম । একটি হচ্ছে আউটডোর (৬০ টাকা ডাক্তার ভিজিট ) আর অন্যটি হচ্ছে প্রফেসর ভিজিট (ভিজিট ৬৫০ টাকা )। আমি জানি যে আউটডোরের ডাক্তাররা অত ভালো করে রোগী দেখে না । আর মন দিয়ে দেখলেও হয়ত রোগীর সব কথা ভালোভাবে শুনে না ।

তো আমি ভাবলাম আমার সমস্যাটা যেহেতু জটিল তাই যাই প্রফেসর দেখাই । তো আমি যথারীতি প্রফেসর এর কাছে গেলাম । ডাক্তারের কামরার সামনে গিয়ে জানতে পারলাম উনি রাউন্ডে গেছে । কিছু সময় পরে আসবেন । উনার দরজায় পাহারারত এসিসটেন্স আমায় জানাল অপেক্ষা করতে ।

আমি কিছু সময় অপেক্ষা করার পর দেখলাম উনার দরজার এসিসটেন্স হন্ততন্ত হয়ে দরজা খুলে দাড়িয়েছে । আমি দেখলাম এক ভদ্রলোক খুব দ্রুত রুমে ঢুকল । ঢোকার সময় আমি দেখলাম যে ভদ্রলোক ঢুকল উনার মাথায় বিশাল টাক ! তো আমার ডাক এলো কিছুক্ষন পরে । আমি ডাক্তারের কাছ যাওয়ামাত্র ডাক্তারের প্রশ্ন ডাক্তার: কোথায় কষ্ট আপনার ? আমি : স্যার , আমার মাথার চুল পড়ে যাচ্ছে । ডাক্তার: (আমার মাথার দিকে কিছুক্ষন তাকিয়ে ) কই চুল তো আছে ।

(আমার মাথার চুল পড়ে যাচ্ছে কিন্তু তখন অতটা মহামারঅ আকারে ছিল না । ) আমি : স্যার যে হারে প্রতিদিন আমার চুল যাচ্ছে সে হারে গেলে আর কয়েকমাসের মাঝে আমি আমার সব চুল হারাব । ডাক্তার: আপনার বয়স কত ? আমি : জ্বী ২৫ বছর । ডাক্তার: নিশ্চয় ১৪ বছর বয়সে আপনার চুল পড়ে নাই ? আমি : জ্বী না স্যার ডাক্তার:দেখুন আপনার বয়স হয়েছে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছে , আপনার শরীরে পরিবতর্ন আসছে । চুল পড়ছে এটাই স্বাভাবিক ।

আমি : স্যার আমার তো আরও অনেক বন্ধু আছে এরা ও যৌবন প্রাপ্ত হচ্ছে এদের তো চুল পড়ছে না । ডাক্তার:দেখুন আমার বন্ধু হাসিব (এখানে ডাক্তার খুব বড় একজন মিডিয়ার লোকের নাম ব্যবহার করেছিল ,আমি সেটা না করে ছদ্ম নাম ব্যবহার করছি । ) এর ইয়া বড় বড় চুল । বিয়ে করেছে ৩ টা । এখন চার নাম্বারটা চলছে ।

বউ রাখতে পারে নাই একটাও । আমি : ! ডাক্তার: দেখুন এটা কোন সমস্যা না । সময় হলে চুল পড়বেই । আমি : ……………………. আমি আর কিছুই বরতে পারলাম না । খালি Prescription নিয়ে আর ৬৫০ টাকা জলাঞ্জলি দিয়ে আসলাম।

আর মনে মনে বললাম যে ডাক্তার তার নিজের মাথার চুল ধরে রাখতে পারে নাই সে কিভাবে অন্যের চুল বাচাবে ? এটা যদিও একটা রম্য কিন্তু ঘটনাটা সত্যি তা আমার ক্ষেত্রে ঘটেছে । আচ্ছা Hair Fall এর কি কুনু Solution নাই ? উত্তরাস্থ বাংলাদেশ মেডিক্যালে আমার মেঝ বোনের জামাই পেটের পীড়া জনিত রোগে কিছুদিন ভর্তি ছিল । আমি একদিন গেলাম তাকে দেখতে । দেখতে গিয়ে ভাবলাম যাক আজ যখন সময় করে হাসপাতালে আসাই হলো তো একটা ডাক্তার দেখিয়ে যাই । আমি ভাবলাম আমার চুল পড়ার সমস্যা নিয়ে ডাক্তারের সাথে আলাপ করি ।

তো গেলাম ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিতে । কাউন্টারে গিয়ে জানতে পারলাম এখানে রোগী দেখার দুটি সিস্টেম । একটি হচ্ছে আউটডোর (৬০ টাকা ডাক্তার ভিজিট ) আর অন্যটি হচ্ছে প্রফেসর ভিজিট (ভিজিট ৬৫০ টাকা )। আমি জানি যে আউটডোরের ডাক্তাররা অত ভালো করে রোগী দেখে না । আর মন দিয়ে দেখলেও হয়ত রোগীর সব কথা ভালোভাবে শুনে না ।

তো আমি ভাবলাম আমার সমস্যাটা যেহেতু জটিল তাই যাই প্রফেসর দেখাই । তো আমি যথারীতি প্রফেসর এর কাছে গেলাম । ডাক্তারের কামরার সামনে গিয়ে জানতে পারলাম উনি রাউন্ডে গেছে । কিছু সময় পরে আসবেন । উনার দরজায় পাহারারত এসিসটেন্স আমায় জানাল অপেক্ষা করতে ।

আমি কিছু সময় অপেক্ষা করার পর দেখলাম উনার দরজার এসিসটেন্স হন্ততন্ত হয়ে দরজা খুলে দাড়িয়েছে । আমি দেখলাম এক ভদ্রলোক খুব দ্রুত রুমে ঢুকল । ঢোকার সময় আমি দেখলাম যে ভদ্রলোক ঢুকল উনার মাথায় বিশাল টাক ! তো আমার ডাক এলো কিছুক্ষন পরে । আমি ডাক্তারের কাছ যাওয়ামাত্র ডাক্তারের প্রশ্ন ডাক্তার: কোথায় কষ্ট আপনার ? আমি : স্যার , আমার মাথার চুল পড়ে যাচ্ছে । ডাক্তার: (আমার মাথার দিকে কিছুক্ষন তাকিয়ে ) কই চুল তো আছে ।

(আমার মাথার চুল পড়ে যাচ্ছে কিন্তু তখন অতটা মহামারঅ আকারে ছিল না । ) আমি : স্যার যে হারে প্রতিদিন আমার চুল যাচ্ছে সে হারে গেলে আর কয়েকমাসের মাঝে আমি আমার সব চুল হারাব । ডাক্তার: আপনার বয়স কত ? আমি : জ্বী ২৫ বছর । ডাক্তার: নিশ্চয় ১৪ বছর বয়সে আপনার চুল পড়ে নাই ? আমি : জ্বী না স্যার ডাক্তার:দেখুন আপনার বয়স হয়েছে আপনি যৌবন প্রাপ্ত হচ্ছে , আপনার শরীরে পরিবতর্ন আসছে । চুল পড়ছে এটাই স্বাভাবিক ।

আমি : স্যার আমার তো আরও অনেক বন্ধু আছে এরা ও যৌবন প্রাপ্ত হচ্ছে এদের তো চুল পড়ছে না । ডাক্তার:দেখুন আমার বন্ধু হাসিব (এখানে ডাক্তার খুব বড় একজন মিডিয়ার লোকের নাম ব্যবহার করেছিল ,আমি সেটা না করে ছদ্ম নাম ব্যবহার করছি । ) এর ইয়া বড় বড় চুল । বিয়ে করেছে ৩ টা । এখন চার নাম্বারটা চলছে ।

বউ রাখতে পারে নাই একটাও । আমি : ! ডাক্তার: দেখুন এটা কোন সমস্যা না । সময় হলে চুল পড়বেই । আমি : ……………………. আমি আর কিছুই বরতে পারলাম না । খালি Prescription নিয়ে আর ৬৫০ টাকা জলাঞ্জলি দিয়ে আসলাম।

আর মনে মনে বললাম যে ডাক্তার তার নিজের মাথার চুল ধরে রাখতে পারে নাই সে কিভাবে অন্যের চুল বাচাবে ? এটা যদিও একটা রম্য কিন্তু ঘটনাটা সত্যি তা আমার ক্ষেত্রে ঘটেছে । আচ্ছা Hair Fall এর কি কুনু Solution নাই ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।