আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে-দুর্নীতি এক ভয়ংকর ব্যাধির নাম



দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো ভারত। প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক বক্তৃতায় দুর্নীতির বিষয়টি স্বীকার করেছেন। দুর্নীতির কারণে দেশের দরিদ্র জনগণের মাঝে যে তীব্র ক্ষোভ বিরাজ করছে তাও তিনি স্বীকার করেছেন। সাম্প্রতিক পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে একটি শ্লোগান খুবই জানান দিয়ে যাচ্ছে। সেটি হলো, পরিবর্তন নাকি প্রত্যাবর্তণ কোনটি চায় জনগণ।

পরিবর্তন চাইলে কংগ্রেসকে ভোট দিন, আর যদি আবারো আগের শাসনে ফিরে যেতে চান, তাহলে বামফ্রন্টকে এগিয়ে নিন। আর, এ নির্বাচনে কালো টাকা ব্যবহারের অভিযোগ রয়েছে ক্ষমতাসীন কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও বামফ্রন্টের বিরুদ্ধেও। কথায় আছে, যা রটে তা কিছু ঘটে। তাহলে অবশ্যই নির্বাচনে অবৈধ টাকা ব্যবহৃত হয়েছে। এখানে দুর্নীতিও হয়েছে।

এদিকে, বিশ্বব্যাপী হৈচৈ ফেলা দেয়া উইকিলিকসের জনক, জুলিয়ান অ্যাসাঞ্জ এক সাক্ষাতকারে বলেছেন, সুইস ব্যাংকে যে সব বড় বড় লোকজন অবৈধ টাকা জমা রেখেছেন। তাদের বেশিরভাগই ভারতের। তাহলে জুলিয়ান অ্যাসাঞ্জের কথা থেকেও ভারতের দুর্নীতি আর অবৈধ টাকার বিষয়টি উঠে এসেছে। ভারতের বিভিন্ন সিনেমাতেও উঠে আসছে বিভিন্ন দুর্নীতির চিত্র। গণমাধ্যমগুলোতেও প্রচারিত হচ্ছে ভারতের এমন দুর্নীতির চিত্র।

যেখানে বলা হচ্ছে, দক্ষিণ এশিয়ার দেশ ভারতের বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তিরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন। দুর্নীতি যেন তাদের ব্রান্ড। এতে তারা লজ্জা নয় বরং গর্ব বোধ করেন। এছাড়াও, সম্প্রতি, তামিল নাড়ুর মুখ্যমন্ত্রী এম করুণানিধির মেয়ে কানিমোঝির বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। মামলা হয়েছে, কমনওয়েলথ গেমস আয়োজক কমিটির চেয়ারম্যান ও কংগ্রেস নেতা সুরেশ কালমাদি’র বিরুদ্ধেও।

এসব ঘটনায় ভারতের জনজীবনে দুর্নীতি নিয়ে নতুন করে বির্তকের ঝড় তুলেছে। আমার কথা হলো, অবশ্যই, পরিবতর্ন চায় জনগণ। তবে, এ পরিবর্তন কোন ক্ষেত্রে, রাজনীতি, অর্থনীতি ও সাংস্ড়্গৃতিক উন্নয়ন নাকি অন্য কিছু। কি বুঝাতে চাচ্ছেন রাজনীতিবিদরা?। সব কথা বলেন, তবে, কেন রাজনীতিবিদরা, এমনসব দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন না? সবারইকি দুর্নীতিই নীতি হয়ে দাঁড়িয়েছে? নাকি তা আর রোধ করা সম্্‌ভব নয় বলে দুর্নীতি রোধ থেকে সরে এসেছেন? সবকিছু মিলিয়ে, সবাই এখন বলা শুরু করেছে।

ভারতে দুর্নীতি এক ভয়ংকর ব্যাধির নাম। এ ব্যাধি থেকে মুক্তিলাভ করছে না দেশটি। তাই, আমরা দোয়া করি, খুব শিগগিরই রাজনীতিবিদরা এ কঠিন ব্যাধি রোধে কঠোর পদক্ষেপ নিক। আর, এতে মুক্তি পাক সাধারণ জনগণ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।