আমাদের কথা খুঁজে নিন

   

‘ও সাব্বির স্যার আমরা নাম দস্তখত শিখতে চাই’ প্রাথমিক স্কুল শিক্ষক মোঃ সাব্বির রহমান কে বাঁচাতে গেদু চাচার খোলা চিঠি.

গেদু চাচার খোলা চিঠি।

একে তো আমার মেঘলা আবহাওয়াতে মন ভাল থাকে না...তার উপর শরীর টাও ভাল নাই। কম্পিউটার টা চালানো অবস্থায় রেডিও ছাড়ি...বাংলাদেশ বেতারের কোন একটা শাখায় বাজছে... ‘ও মাষ্টার সাব,আমি নাম দস্তখত শিখিতে চাই’...চোখ আটকে যায় সামহয়্যারইন ব্লগ এর একটা ষ্টিকি পোষ্টে...যেখানে এ যুগের পন্ডিত মশাই রাজশাহী জেলার বোয়ালিয়া থানার মন্নুজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাব্বির রহমান কে বাঁচাতে আহ্ববান জানানো হয়েছে। ‘চারমাস আগে রাজশাহীতে করা টেস্ট রিপোর্ট অনুযায়ী সাব্বিরের ক্রনিক কিডনি রোগ ধরা পড়ে যা সর্বোচ্চ পঞ্চম ধাপে পৌঁছে গেছে। মার্চে ডাক্তার জানান অতিসত্বর হাসাপাতালে ভর্তি হওয়া জরুরি।

সিরাম ক্রিয়েটিনিন এর মাত্রা ১৫৪৫, যার স্বাভাবিক মাত্রা হওয়া উচিত ৬৬-১২৪। রক্তের ইউরিয়া ২৮.৪ (স্বাভাবিক ৩.৫-৪)। এছাড়াও অন্য অনেক ক্ষতিকর উপাদানের পরিমাণ স্বাভাবিকের চেয়ে অনেক বেশী। ভারতের ভেলোরে যান উন্নত চিকিৎসার জন্য। সেখানেও ডাক্তাররা বলে দেন সাব্বিরের বাঁচানোর উপায় দুটো, কিডনি প্রতিস্থাপন অথবা আজীবন ডায়ালাইসিস এর আশ্রয় নেয়া।

ডায়ালাইসিসের খরচ সাধ্যাতীত হওয়ায় প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন সাব্বির। সাব্বিরকে কিডনি দান করার জন্য তাঁর আপন বোন এবং ফুফাতো বোন রাজি হয়েছিলেন। কিন্তু এই মার্চে বারডেম এ ক্রস ম্যাচিং করে দেখা যায় তাঁদের কারো সাথেই কিডনি ম্যাচ হয়নি। সাব্বিরের জন্য সাহায্য চেয়ে দৈনিক আমার দেশ, কালের কন্ঠ, সানশাইন এসব পত্রিকা ছাড়াও রাজশাহীর স্থানীয় একটি ভিসিডি চ্যানেলে সংবাদ প্রচারিত হয়...(সামু থেকে নেয়া)’ 'মৃদুলা' মোঃ সাব্বির রহমান এর মাত্র দুই বছরের ফুটফুটে মেয়ে। ও বুঝেনা চিকিৎসা বিজ্ঞানের কঠিন সব ভাষা...ও জানেনা ওর বাবার কি হয়েছে তাই ও প্রায় মিছেমিছি মাংস রান্না করে বাবাকে খেতে দিয়ে বলে, ‘আব্বু গোসতো নান্না করেছি, সুড়ুত করে খেয়ে ফেলো’।

বাবার চোখে জল দেখে ছোট্ট বাচ্চাটা বুঝেনা এতিম নামক ভয়ংকর শব্দটা কি? “প্রতিদিন সাব্বিরকে অনেক টাকার ওষুধ খেতে হচ্ছে। নিয়মিত চেক-আপের জন্য ভারতে যেতে হচ্ছে। কিডনি বিক্রয়ের জন্য আগ্রহীরা যে মূল্য চাচ্ছেন তা সাব্বিরের সাধ্যের বাইরে। ভারত এবং বাংলাদেশের ডাক্তাররা জরুরি ভিত্তিতে প্রতিস্থাপনের জন্য তাগাদা দিলেও কিডনি সংগ্রহেই ব্যর্থ হচ্ছেন সাব্বির। কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন, আনুষঙ্গিক ব্যয় ছাড়াও অপারেশনের পরে একটা দীর্ঘ সময় ধরে উচ্চমূল্যের ওষুধ সেবন করে যেতে হবে।

সব মিলিয়ে প্রায় বিশ লক্ষাধিক টাকার প্রয়োজন। সাহায্যের অর্থ হাতে যা আছে তা দিয়ে কোনভাবেই কিডনি ক্রয় এবং পরবর্তী চিকিতসার সিদ্ধান্ত নিতে পারছেননা সাব্বির’’...(সামু থেকে নেয়া) আমি আর কথা বাড়াতে চাই না...আমাদের বাঁচাতে হবে মোঃ সাব্বির রহমান কে। আমরা এত দিন পড়েছি আর খাতায় ব্যাক্ষা করেছি পন্ডিত মশাইয়ের দুর্দশার কথা কিন্তু আজকে স্বয়ং পন্ডিত মশাই আমাদের সামনে। এখন আমাদের কি করা উচিৎ? আরেক জন পন্ডিত মশাই যেন আমাদের লজ্জা না দেন তাই আগায় আসতে হবে সবাই কে। যে দেশে শিক্ষক বাঁচবে না সেই দেশে জ্ঞানী জন্মাবে না...যে দেশে জ্ঞানী জন্মাবে না সে দেশ বাঁচবে না বেশি দিন।

সাব্বিরের সাথে মুঠো ফোনে কথা বলতে পারেন, মোবাইল নাম্বার- ০১৭১৯৯৩৩০৯৬ এই নম্বরে। প্রাইম ব্যংকে সাব্বির কে সাহায্য পাঠাতে পারেন... PRBLBDDH009 (RAJSHAHI BRANCH) 138/144, SHAHEB BAZAR, RAJSHAHI BANGLADESH। যদি অষ্ট্রেলিয়া প্রবাসী কেউ থাকেন তাহলে তিনি এই ব্যাংক একাউন্টে টাকা পাঠাতে পারেন... Commonwealth Bank A/C Name: Rukhsana Tarannum Tajin BSB: 062831 A/c No: 10327883 রুখসানা তারান্নুম তাজিন আপনাদের পাঠানো এই টাকা তার কাছে পৌছে দেবেন। মুঃ সাব্বির রহমানের জন্যে একটা ফেসবুক হেল্প পেজ খোলা হয়েছে আপনারা ওখানেও সব তথ্য পাবেন। facebook help page রুখসানা তারান্নুম তাজিন সামহয়্যারইন ব্লগ এ লিখেছেন তাকে নিয়ে...আপনারা সেখানেও সব তথ্য পাবেন... রুখসানা তারান্নুম তাজিন এর সামহয়্যার পোষ্ট।

আমরা ছোট্ট মনি মৃদুলার কাছে সুস্থ্য বাবা কে ফিরিয়ে দিতে পারিনা? একটু পাশে দাঁড়াবেন কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।