আমাদের কথা খুঁজে নিন

   

Who is that culprit behind the incident? বলির পাঠা ইব্রাহিম খালেদ

সামুতে অর্থহীন অশুদ্ধ বাংলা ও বাংলিশ শব্দ পরিহার করি
ইব্রাহিম খালেদকে কৃষি ব্যাংকের পদ ছাড়তে লিগ্যাল নোটিশ ভবনের একাংশ ধ্বসে মফিজের মাথায় পড়াতে সে সাথে সাথে ইহধাম ত্যাগ করে। মফিজের পরিবারে একমাত্র উপার্যনকারীর মৃত্যু হওয়ায় পরিবারটি চারিদিকে অন্ধকার দেখলেন। মফিজের মৃত্যুর বিচারের জন্য মফিজের পরিবার ভবনের মালিকের বিরুদ্ধে রাজার কাছে নালিশ করলেন। রাজা ভবনের মালিককে তলব করলেন এবং মফিজের মৃত্যুর জন্য তাকে দায়ী করে তাকে মৃত্যু দন্ড দিলেন। ভবনের মালিক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বললেলন, রাজা মশাই; আমি মফিজের মৃত্যুর জন্য দায়ী নই।

দায়ী রাজ মিস্ত্রী যে আমার ভবন নির্মান করেছে। তার নির্মান ত্রুটির জন্য ভবনের ঐ অংশ ধ্বসে পড়েছে। সুতরাং মৃত্যু দন্ড দিতে হলে রাজমিস্ত্রিকে দিন এবং আমাকে মৃত্যু প্রদানের রায় থেকে অব্যহতি দেওয়া হোক। রাজা তার যুক্তি গ্রহণ করে রাজমিস্তিকে তলব করলেন এবং মফিজের মৃত্যুর জন্য তাকে মৃত্যু দন্ডের নির্দেশ দিলেন। রাজ মিস্ত্রি বললো ধর্মবতার আমি ঠিকই ভবন তৈরী করেছি তবে তা ধ্বসে পড়ার জন্য আমি দায়ি নই।

দায়ী আমার সাহায্যকারী যে সিমেন্ট ও বালির মিশ্রণ তৈরী করেছে। তার মিশ্রণ ঠিক না হওয়াতে নির্মাণকাজ সঠিকভাবে হয় নাই বলে ভবনের একাংশ ধ্বসে পড়ে মফিজের মৃত্যু হয়েছে সুতরাং মৃত্যু দন্ড সেই নির্মানসহকারীর প্রাপ্য। রাজা রাজমিস্ত্রির যুক্তি খন্ডাতে না পেরে রাজমিস্ত্রিকে মফিজ হত্যার দায় থেকে মুক্তি দিয়ে রাজ মিস্ত্রির সাহায্যকারীকে তলব করে তাকে মৃত্যু দন্ড দেবার ঘোষণা করলেন এবং তাকে বিচার সভায় তলব করলেন। রাজা বললেন, তোমার প্রতি মফিজ হত্যার অভিযোগ আনা হয়েছে। তুমি প্রকৃত দোষী, তোমার সিমেন্ট বালির মিশ্রনে ত্রুটির কারণে ভবন ধ্বসে মফিজের মৃত্যু হয়েছে সুতরাং তার মৃত্যুর জন্য তোমাকে মৃত্যু দন্ড প্রদান করলাম।

তোমার কিছু বলার আছে ? রাজমিস্ত্রির সহযোগী জোর হস্ত করে বললো ” হুজুর আমার বিরুদ্ধে করা অভিযোগ আমি আংশিক স্বীকার করেছি। আমি ঠিকই সিমেন্ট ও বালির মিশ্রণ ঠিক মত করিনাই তবে তার জন্য আমি দায়ি নই। রাজা তাকে জিজ্ঞাসা করলেন তা হলে কিসের জন্য তুমি মিশ্রণ ঠিক মতো কর নাই। রাজমিস্ত্রির সাহায্যকারী জোর হাত করে বললেন ধর্মাবতার, আপনি মা-বাপ। গরীবের গোস্তাকী মাপ করবেন।

আমি একজন যুবক, এখনও বিয়ে সাদী করিনাই । ঘটনার দিন আমি রাজমিস্ত্রির নির্দেশ অনুযায়ী সিমেন্ট ও বালির মিশ্রণ দিতেছিলাম। এমন সময় পাশের বাড়ির বিদিশা লাল একটি শাড়ি পড়ে, ঠোটে লাল লিপিস্টিক দিয়ে আমার পাশ দিয়ে হেটে যাবার সময় মুচকি একটু হাসি দেয়। বিদিশার মিষ্টি হাসিতে আমি আমার কাজ ভুলে অন্যমনস্ক হয়ে সিমেন্ট বালির মিশ্রণে সিমেন্টের পরিবর্তে বালির পরিমান বেশী দিয়ে ফেলি। আর সে কারণে রাজমিস্ত্রি সেই নিম্ম মানের মিশ্রণ দিয়ে ভবন নির্মাণ করে আর তাতে করে ভবনের ঐ অংশ ধ্বসে পড়ে মফিজের মৃত্যু হয়।

বিদিশাকে দেখে আমি দিশা হারিয়ে এই ভুল করেছি। সুতরাং দোষ যদি কারো হয়ে থাকে তা বিদিশার! সুতরাং আমাকে মৃত্যু দন্ড না দিয়ে বিদিশাকে মৃত্যু দন্ড দিন। "বেধেছো তারে কোন দোষে ? চুরি হয়ে গেছে রাজ কোষে! চোর চাই , চোর চাই, হোক না সে যে কোন লোক" রবীন্দ্রনাথের গীতিনাট্য চিত্রাঙ্গদা রাজা দেখলেন রাজমিস্ত্রির সাহায্যকারীর যুক্তি অকাট্য। সুতারাং ধরে আনো বিদিশাকে, তাকে দেওয়া হোক মৃত্যু দন্ড। গলায় রশি দিয়ে যতক্ষন পর্যন্ত তার মৃত্যু না হবে ততক্ষন ঝুলবে ফাসি কাষ্টে।

আর সময় ক্ষেপন না করে দ্রুত রায় কার্যকর করা হলো। রাজা আত্মতৃপ্তির ঢেকুর তুললেন আর নিজের জ্ঞাণের জন্য পুলকিত হলেন। আহা রাজা বটে (!!) পুঁজিবাজার তদন্ত প্রতিবেদন 'প্রকাশ ও আপত্তিজনক মন্তব্যের' অভিযোগে কমিটি প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদকে কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়তে লিগ্যাল নোটিস দিয়েছেন সুপ্রীমকোর্টের এক আইনজীবী। বুধবার দেয়া ওই নোটিসে বলা হয়, নোটিশের অনুলিপি পাওয়ার ১০ দিনের মধ্যে পদত্যাগ না করলে হাইকোর্টে রিট করা হবে। শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের মার্শালল সময় বিচারের বিষয়ে তাঁর মন্তব্যকে সংবিধানের লঙ্ঘন ও বিশ্বাস ভঙ্গের শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

শেয়ার বাজার কেলেঙ্কারীর জন্য একজন অপরাধী চাই(!) তাকে বিচারের কাঠগড়ায় দাড়া করাতেই হবে। সুতরাং ধরে আনো তাকে যে অপরাধীর নাম প্রাকশ করেছে। সত্যি দারুন বিচার !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।