আমাদের কথা খুঁজে নিন

   

আগে শুনছি গরিব ভাতে মরে,,,এখন দেকছি গরিবরে পুলিশেও মারে,,,,,

গান পাগলা সহজ সরল মন ভোলা তবে অন্যায়ে প্রতিবাদী
হতভাগা লিমন গরিব বাবার বড় ছেলে,,,,,জীবন গড়ার স্বপ্ন নিয়ে আঁকা বাঁকা রুক্ষ পথ ধরে একটু একটু করে যখন এগোচ্ছিল ঠিক তখনই বয়ে গেল ঝড়,,,,,কত যন্ত্রনা কত হাহাকার নিয়ে পড়ে আছে হাসপাতালের সেই অভিসপ্ত বিছানায়।ঘাতক র্যাবের একটা গুলি তার তার সব আসা ছিনিয়ে নিয়েছে,,,মড়ার উপর এখন খড়ার ঘা দিচ্ছে পুলিশ,,,, র্যাব অন্যায় করেছে তা ডাকার জন্য পুলিশ কতযে সাজানো নাটক সাজানো অভিনয় করছে,,,এখনো জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নীরিহ লিমনকে সন্ত্রাসী বানানোর জন্য,,,,একটা কথা আছে "মড়ারে মারিস কেন মড়া লড়ে ছড়ে" মিডিয়া এই ঘটনাকে আলোচিত করেছেতো তাই পুলিশের এত কষ্ট...আরও কত লিমনকে দেখবো এরকম হাসপাতালের বিছানায়,,,,আরো কত বাবা মার আশা এভাবে ভেসে যাবে চোখের জলের স্রোতে।গরিবের কি বিচার পাওয়ার অধিকার নেই????????????পুলিশের কারসাজি দেখুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।