আমাদের কথা খুঁজে নিন

   

ছবি বিক্রি করে লাখপতি হতে চললাম......

আমি একজন শিক্ষিত শ্রমিক

আর কার কথা বললে মানাব ! জি, উইলিয়াম আর কেটের বিয়ের কথাই বলছিলাম। ভুগল এর উপর পড়ালেখা করা এই রাজপুত্র এখন বিমান সেনা হিসাবে প্রতিষ্ঠিত। তার জন্যই মানায় কেটের মত ফ্যাশন অনুরাগী আর সমাজ সেবক এর স্বামী হিসবে। ১০ বছরের প্রেম এবার হতে যাচ্ছে সফল। রাজকীয় বিয়ে বলে কথা।

রাজ্যজুরে রাজভোগ যদিও হচ্ছে না, তবে লন্ড্ন বাসির মধ্যে কাজ করছে উৎসবের আমেজ। বিয়ের দিন ছুটী ঘোষণা করে এই উৎসবে আরো হাওয়া লেগেছে। সম্পূর্ণ শহর ছেয়ে গেছে এই দম্পতির ছবিতে। বড় বড় শপিং মল থেকে শুরু করে, চায়ের কাপে তাদের ছবি শোভা পাচ্ছে। অনেকেতো বলেই ফেলছেন যে এই ছবি বিক্রি করে লাখপতি হতে চলেছেন।

২০ দিন ধরে বানানো বিশেষ কেক, বিভিন্ন ফুলের সুবাশে তৈরী সুগন্ধ, এক কৃ্ষক কন্যার তৈরী করা বিয়ের পোষাক এমন আরো কত বিষয় আছে যা প্রমাণ করে দিলো এটা একটা রাজপুত্রের বিয়ে। যদিও তার বড়ো ভাইয়ের বিয়ের মত এবারেউ অনেকেই সন্দেহ করছেন, কনো ঝামেলা হবে নাতো...... আরো জানলাম

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।