আমাদের কথা খুঁজে নিন

   

ঠাস ঠাস গুলি ছোটে


ঠাস ঠাস গুলি ছোটে ধুম ধাম পটকা, যুদ্ধ কি লেগে গেলো ? ভেবে লাগে খটকা ! আশে পাশে লোকজন জান নিয়ে ছুটছে, দোকানীকে মেরে কেউ মালা-মাল লুটছে ! রাস্তায় দাউ দাউ বাস-ট্রাক জ্বলছে, কি জানি কি হুট করে একি খেলা চলছে ! ঠাস ঠাস গুলি ছোটে ধুম ধাম পটকা, মনে ভয় ভীতি আর জমে গেলো খটকা । পুলিশেরা গুলি নিয়ে হয়ে গেলো তৈরী, টের পাই ভাগা ভালো পরিবেশ বৈরী । চারদিকে থমথমে লোকজন নাইরে, কোথা থেকে কোথা যাবো বলে দাও ভাইরে ! ঠাস ঠাস গুলি ছোটে ক্যাম্পাশে যুদ্ধ, রাস্তায় শুয়ে পড়ি জামা জুতো সুদ্ধ ! মনে মনে বলি খোদা হবে কিগো রক্ষে, একটুও ভরশাতো নাই এই বক্ষে । ছাত্রের হাতে গুলি ! বাপরে কি ঘটনা, নিজ চোখে দেখা সব নয় মোটে রটনা । ঠাস ঠাস গুলি ছোটে দুই দল ছাত্রে , ভেবে ভেবে অস্থির ঘুম নাই রাত্রে !
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।