আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিদিনের হাদীস-১৮

আমি খুবই সাধারণ

গতকাল বেশ ব্যস্ত থাকায় আমি প্রতিদিনের হাদীস পেশ করতে পারিনি। তাই আজকে দুটি হাদীস। আবদু্ল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল (সা)কে ইরশাদ করতে শুনেছি: আল্লাহ তাআলা সেই ব্যক্তির মুখ উজ্জল করুন যে আমার কোন কথা শুনেছে এবং যেভাবে শুনেছে ঠিক সেভাবেই অন্যের কাছে তা পৌছে দিয়েছে। অনেক সময় যাকে পৌছানো হয় যেস শ্রোতা থেকে অধিক স্মরণকারী হয়।

(তিরমিযী, ইবনু মাজাহ, মিশকাত তাহক্বীক আলবানী হা/২৩০)। হাদীস সহীহ। ব্যাখ্যা: রাসূলুল্লাহ (সা) এর পবিত্র হাদীস,শুনা এসব হাদীসের উপর আমল করা, মানুষের কাছে পৌছে দেয়া খবুই সৌভাগ্য ও বারাকাতের কাজ। এই কাজ দ্বীন-দুিনয়ার কামিয়াবী ও কল্যাণের উপায়। গোটা উম্মাতে মুসলিমার এ কথার উপর পূর্ণ ঈমান ও আক্বীদাহ আছে যে, রাসূল (সা) এর হাদীসের তা’লীম নেয়া ও তা’লীম দেয়া এই উভয় কাজই জগতে আল্লাহর সন্তুষ্টি লাভ ও ভাগ্যবান হবার কারণ হয়ে দাড়ায়।

ইবনু আব্বাস (রাযি) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন,আমার পক্ষ থেকে হাদীস বর্ণনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে। যে পর্যন্ত আমার হাদীস (কথা) বলে নিশ্চিত হবে না, তা বর্ণনা করবে না। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার নামে মিথ্যা (হাদীস) আরোপ করেছে সে যেন তার ঠিকানা জাহান্নামে ঠিক করে নিয়েছে। (তিরমিযী,মিশকাত তাহক্বীক আলবানী হা/২৩২)।

হাদীস সহীহ। ব্যখ্যা: মূল উদ্দেশ্য হল, হাদীস বর্ণনার ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করতে হবে। সত্যিকারে হাদীসটি রাসূলুল্লাহর কিনা নিশ্চিতভাবে না জেনে মানুষের কাছে কোন হাদীস বর্ণনা করা না হয়। যদি কেউ জেনে বুঝে কোন কথা রাসূল (সা) এর হাদীস বলে বর্ণনা করে ও প্রচার করে, যা হাদীস নয়, তাহলে তার উপর আল্লাহর কঠিন শাস্তি নির্ধারিত হয়ে আছে। হাদীস দুটি হতে শিক্ষা: ১. রাসূল (সা) এর হাদীস বর্ণনার প্রতি উত্সাহ ও গুরুত্ব ২. যে ব্যক্তি হাদীস অন্যের কাছে বর্ণনা করে তার তুলনায় যার কাছে বর্ণনা করবে সে বেশী স্মরণ শক্তির অধিকারী হতে পারে ৩. হাদীসের নামে মিথ্যা হাদীস বর্ণনা করা নিষেধ।

রাসূল (সা) এর নামে জাল হাদীস বর্ণনা করা কবীরা গুনাহ। ৪. হাদীস সম্পর্কে নিশ্চিত না হয়ে হাদীসকে রাসূলের হাদীস (কথা ) বলা ৫. হাদীসের সনদ নিয়ে গবেষণা করার প্রতি উত্সাহ প্রদান ৬. ইচ্ছাকৃত ভাবে মিথ্যা হাদীস বর্ণনা কারীর শাস্তি জাহান্নাম। প্রসিদ্ধ জাল হাদীস সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন। Click This Link আল্লাহ আমাদের কুরআন ও সহীহ হাদীসের উপর আমল করার তওফিক দিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।